shono
Advertisement

বারুইপুরে তল্লাশির নামে পুলিশের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ বিজেপি নেতাদের

অভিযোগ, হিমন্ত বিশ্বশর্মাকে প্রচারে বাধা দিচ্ছে প্রশাসন৷ The post বারুইপুরে তল্লাশির নামে পুলিশের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ বিজেপি নেতাদের appeared first on Sangbad Pratidin.
Posted: 01:55 PM May 16, 2019Updated: 03:15 PM May 16, 2019

মণিশংকর চৌধুরি: লোকসভা নির্বাচনের সপ্তম দফার আগেই তুঙ্গে বিজেপি-তৃণমূল কংগ্রেস তরজা৷ একে অপরের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে উভয় পক্ষই৷ এহেন পরিস্থিতিতে বারুইপুরের একটি হোটেলে তল্লাশি চালিয়েছে কলকাতা পুলিশ৷ ওই হোটেলেই রয়েছেন অসমের বিজেপি বিধায়ক শিলাদিত্য দেব-সহ ১২ জন বিজেপি নেতা৷

Advertisement

[ভূলুণ্ঠিত বিদ্যাসাগরের মূর্তি, তিলোত্তমায় প্রতিবাদের ঝড়]

বৃহস্পতিবার ১১.৩০টা নাগাদ বারুইপুরের হোটেল গ্যালাক্সিতে হানা দেয় সিআইডি-র একটি দল৷ হোজাই বিধানসভা আসনের বিজেপি বিধায়্ক শিলাদিত্য দেবের অভিযোগ, তাঁদের উপস্থিতির কথা জানতে পেরেই হোটেলে হানা দিয়েছে পুলিশবাহিনী৷ অযথা হেনস্তা করা হয়েছে তাঁদের৷ একপ্রকার জোর করে তাঁদের ব্যাগ খুলে তল্লাশি চালায় পুলিশ৷ সঙ্গে হাতিয়ার রয়েছে কি না, কত টাকা রয়েছে, এহেন প্রশ্ন করে অযথা হেনস্তা করা হয় তাঁদের৷ তিনি আরও অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই কাজ করছে পুলিশ৷ তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগে বিজেপি বিধায়ক বলেন, “এ কেমন গণতন্ত্র৷ আমরা বাংলায় দলীয় প্রচারে এসেছি৷ সেখানে আমাদের বাধা দিচ্ছে শাসকদল৷ পশ্চিমবঙ্গ কি ভারতের বাইরে? হিমন্ত বিশ্বশর্মাকে প্রচারে বাধা দিচ্ছে প্রশাসন৷”

বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে প্রশ্ন করা হলে শিলাদিত্যবাবু বলেন, “অসমে কোনও নবজাতকের মাথা স্বাভাবিকের চাইতে বড় হলে বলা হয় বিদ্যাসাগর জন্মেছেন৷ ওই মনীষীর প্রতি অসমের মানুষের শ্রদ্ধা অত্যন্ত গভীর৷ তাই আমাদের দল কোনওভাবেই এই কাজ করতে পারে না৷ সমস্তটাই সাজানো ঘটনা৷ এর নেপথ্যে রয়েছে তৃণমূল৷” সব মিলিয়ে এই মুহূর্তে বাংলায় শাসক তৃনমূল ও বিজেপির মধ্যে বেনজির সংঘাতে উত্তপ্ত রাজ্য রাজনীতি৷          

[সীমান্তে ওত পেতে পাকিস্তানি ট্যাঙ্ক, মিসাইল সিস্টেম মোতায়েন করছে ভারত]

 

The post বারুইপুরে তল্লাশির নামে পুলিশের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ বিজেপি নেতাদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার