shono
Advertisement

এবার অ্যাপোলোর ১০ চিকিৎসককে তলব করল পুলিশ

সঞ্জয় রায়ের চিকিৎসায় বেশ কিছু গাফিলতির অভিযোগের সত্যতার প্রমাণ মিলেছে বলে সূত্রের খবর৷ The post এবার অ্যাপোলোর ১০ চিকিৎসককে তলব করল পুলিশ appeared first on Sangbad Pratidin.
Posted: 02:02 PM Mar 04, 2017Updated: 08:32 AM Mar 04, 2017

স্টাফ রিপোর্টার: এবার অ্যাপোলো হাসপাতালের দশ ডাক্তারকে তলব করল পুলিশ৷ সেইসঙ্গে সঞ্জয় রায়ের পরিবারের বিরু‌দ্ধে অ্যাপোলো কর্তৃপক্ষের আনা হেনস্তার অভিযোগ খারিজ করে দিয়েছে পুলিশ৷ সঞ্জয় রায় কাণ্ডে অ্যাপোলো কর্তৃপক্ষের পাল্টা অভিযোগ ছিল, ঘটনার দিন সঞ্জয় রায়ের পরিবারের সদস্যরা হাসপাতালে ঢুকে হাসপাতাল কর্মী ও চিকিৎসকদের হেনস্তা করেন৷ কিন্তু এই অভিযোগের কোনও সারবত্তা খুঁজে পাচ্ছে না পুলিশ৷

Advertisement

(নতুন ফ্ল্যাট বাড়ি যেন হেলানো মিনার! বরানগরে আতঙ্ক)

শুক্রবারই অ্যাপোলো হাসপাতালে যায় তিন সদস্যের পুলিশের একটি দল৷  প্রায় তিন ঘণ্টা ধরে হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তাঁরা৷ হার্ডডিস্ক বাজেয়াপ্ত করা হয়৷ বাজেয়াপ্ত হওয়া সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ৷ কিন্তু অ্যাপোলোর দায়ের করা অভিযোগের কোনও সত্যতা খুঁজে পাওয়া যায়নি বলে সূত্রের খবর৷ সঞ্জয় ভর্তি হওয়ার সময় থেকে তাঁকে এসএসকেএমে নিয়ে যাওয়ার সময় পর্যন্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছে পুলিশ৷ এমনকী শুক্রবার অন্তত তিন ঘণ্টা হাসপাতালে কাটান পুলিশের আধিকারিকরা৷ সঞ্জয়ের পরিবারের তরফে চিকিৎসকদের হেনস্তা বা হাসপাতাল কর্মীদের ধাক্কা দেওয়া বা শারীরিক নিগ্রহ কোনও কিছুরই প্রমাণ মেলেনি বলে সূত্রের খবর৷

(OMG! অন্তঃসত্ত্বা মহিলার খাবারে মরা টিকটিকি, অভিযুক্ত ম্যাকডোনাল্ডস)

এদিকে এবার ১০ চিকিৎসক-সহ অ্যাপোলোর মোট ১৬ জন কর্মীকে তলব করেছে ফুলবাগান থানার পুলিশ৷ সঞ্জয় রায় যখন ভর্তি ছিলেন তখন যাঁরা দায়িত্বে ছিলেন তাঁদের তালিকা আগেই চেয়ে পাঠিয়েছিল পুলিশ৷ সংশ্লিষ্ট সেই চিকিৎসকদের এবার জেরা করতে চায় পুলিশ৷ গোটা সপ্তাহ ধরে ধাপে ধাপে এই দশ চিকিত্সক ও ছয় কর্মীকে জেরা করা হবে বলে জানা গিয়েছে৷ শনিবার বিকেলের মধ্যে দুই চিকিৎসককে হাজিরা দিতে বলা হয়েছে থানায়৷ তাঁদের বয়ান রেকর্ড করা হবে৷ প্রত্যেকের বয়ান রেকর্ড করার পর তা আবার আলাদা করে মিলিয়ে দেখা হবে বলে খবর৷ তারপর ফের তাঁদের একসঙ্গে বসিয়ে জেরা করা হতে পারে বলে খবর৷

ইতিমধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষ সঞ্জয় রায়ের চিকিৎসা সংক্রান্ত নথি জমা দিয়েছে থানায়৷ সেই নথি খতিয়ে দেখতে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেওয়া হচ্ছে৷ এছাড়াও এই ঘটনায়  এসএসকেএমের চিকিৎসকদেরও সাহায্য নেওয়া হচ্ছে৷ অ্যাপোলো হাসপাতাল থেকে সঞ্জয় রায়কে যখন এসএসকেএমে নিয়ে যাওয়া হয় তখন তাঁরা রোগীকে কী পরিস্থিতিতে দেখেছেন তা জানার চেষ্টা করা হচ্ছে৷ এছাড়াও সঞ্জয় রায়ের চিকিৎসা সংক্রান্ত বিলে চিকিৎসা বাবদ যে পরিমাণ অর্থ নেওয়ার নথি রয়েছে তা যুক্তিসংগত কি না তাও বিশেষজ্ঞদের দিয়ে যাচাই করা হচ্ছে৷ ইতিমধ্যেই সঞ্জয় রায়ের চিকিৎসায় বেশ কিছু গাফিলতির অভিযোগের সত্যতার প্রমাণ মিলেছে বলে সূত্রের খবর৷

The post এবার অ্যাপোলোর ১০ চিকিৎসককে তলব করল পুলিশ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement