shono
Advertisement

রোগী সেজে ‘দালাল’ ধরবে পুলিশ

পিজি হাসপাতালের দালালচক্র ভাঙতে এই অভিনব উদ্যোগ৷ The post রোগী সেজে ‘দালাল’ ধরবে পুলিশ appeared first on Sangbad Pratidin.
Posted: 03:14 PM Sep 09, 2016Updated: 09:44 AM Sep 09, 2016

স্টাফ রিপোর্টার: এবার রোগী সেজে দালাল ধরবে পুলিশ৷ পিজি হাসপাতালের দালালচক্র ভাঙতে এই অভিনব উদ্যোগ নেওয়া হল৷
গত তিনদিনে বেশ কয়েকজন দালাল ধরা পড়েছে পিজিতে৷ এদিনও একজনকে গ্রেফতার করেছে ভবানীপুর থানার পুলিশ৷ টাকার বিনিময়ে বেড পাইয়ে দেওয়া, এমআরআই-সিটি স্ক্যান, ডায়ালিসিসের তারিখ এগিয়ে দেওয়ার মতো ঘটনা বারবার ঘটছে পিজিতে৷ রোগীদের একাংশের অন্তত তেমনই অভিযোগ৷ সম্প্রতি জুনিয়র ডাক্তাররাও এই অভিযোগ সামনে রেখে দালালচক্র ভাঙার দাবি তোলেন৷ ঘেরাও করেন অধিকর্তা ডা. মঞ্জু বন্দ্যোপাধ্যায়কে৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি পিজিতে গিয়ে ‘দালালচক্র’ ভাঙার নির্দেশ দেন৷ তার পরই নড়েচড়ে বসে পিজি কর্তৃপক্ষ ও স্থানীয় পুলিশ-প্রশাসন৷ রাতারাতি বন্ধ করে দেওয়া হয় রাজনৈতিক দল নির্বিশেষে সমস্ত কর্মী সংগঠনের অফিস৷ বন্ধ করা হয় রোগী সহায়তা কেন্দ্রের নামে চলা অফিসটিও৷ এগুলো থেকেই দালালচক্র অক্সিজেন পেত বলে অভিযোগ৷  কিন্তু তা সত্ত্বেও দালালরাজ বন্ধ হয়নি৷ গত তিনদিনে বেশ কয়েকজন দালাল ধরা পড়ে পিজি থেকে৷ এবার তাই নতুন কায়দায় দালাল ধরার অভিযান শুরুর প্রস্তুতি নিতে শুরু করল পুলিশ৷ সিলমোহর দিল রোগী কল্যাণ সমিতি৷
এদিন পিজির অ্যাকাডেমি বিল্ডিংয়ে রোগী কল্যাণ সমিতির বৈঠক হয়৷ নেতৃত্বে ছিলেন চেয়ারম্যান তথা রাজ্যের পূর্ত, যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস৷ উপস্থিত ছিলেন ডিসি (দক্ষিণ) মুরলীধর শর্মা৷ হাসপাতাল সূত্রের খবর, এদিনের বৈঠকে মুরলীধরকে অরূপবাবুই রোগী সেজে দালাল ধরার পরামর্শ দেন৷
প্রস্তাবটি সঙ্গে সঙ্গে গৃহীত হয়৷ ঠিক হয়, আগামী সপ্তাহ থেকেই রোগীর ছদ্মবেশে পুলিশ পিজির এমার্জেন্সিতে বা বহির্বিভাগে ঢুকবে৷ তার পর শুরু করবে ‘নাটক’৷ সাদা পোশাকের পুলিশও মোতায়েন করা হচ্ছে পিজিতে৷ বদলানো হচ্ছে নিরাপত্তারক্ষী সরবরাহের দায়িত্বে থাকা বেসরকারি এজেন্সিও৷ জানা গিয়েছে, নবান্নেও এই এজেন্সিই কাজ করে৷ বাড়ানো হচ্ছে পুলিশের সংখ্যা৷ এমার্জেন্সি-সহ স্পর্শকাতর জায়গাগুলিতে দু’শোরও বেশি পুলিশ নিয়োগ করা হবে৷
এদিন রোগী কল্যাণ সমিতির বৈঠকের পর অ্যাকাডেমি বিল্ডিংয়ের বাইরে দাঁড়িয়েও মুরলীধরের সঙ্গে একান্তে কথা বলেন অরূপবাবু৷ তাড়াতাড়ি পরিকল্পনা বাস্তবায়নের কথা বলেন৷ জানা গিয়েছে, বন্ধ হয়ে যাওয়া কর্মচারী সংগঠনের অফিসগুলি পুলিশ ও বেসরকারি নিরাপত্তারক্ষীরা ব্যবহার করবে৷ আরকেএসের সাফ যুক্তি, সংগঠন করাতে সমস্যা নেই৷ কিন্তু অফিসের নাম করে ঘর আটকে রাখা চলবে না৷ পরে অধিকর্তা ডা. মঞ্জু বন্দ্যোপাধ্যায় জানান, দালালরাজ বন্ধ করার জন্য কর্তৃপক্ষ ও পুলিশ বিশেষভাবে তৎপর হয়েছে৷ প্রতিদিনই দু’-তিনজন করে দালাল ধরা পড়ছে৷ দালালরাজ ভাঙতে বেআইনি পার্কিং বন্ধ করারও উদ্যোগ নিচেছ পিজি৷ পিজির আধিকারিক, ডাক্তার ও নার্সদের গাড়ির জন্য চালু হচ্ছে বিশেষ ‘স্টিকার’৷ অন্য কোনও গাড়ি ঢুকতে পারবে না ভিতরে৷ দীর্ঘ সময় অ্যাম্বুল্যান্স রাখাও চলবে না৷ রোগীদের অবশ্য ছাড় থাকছে৷ পিজির এক আধিকারিক জানালেন, অ্যাম্বুল্যান্স চালকদের সাহায্যেই দালালরা পিজিতে ‘অপারেট’ করে৷ স্টিকার চালু হলে এই সমস্যা মিটবে৷
এছাড়াও আইভিএফ ক্লিনিক চালু করা-সহ অনেক বিষয় নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়৷ অরূপবাবু জানতে চান, কেন নিউরোসার্জারি ও কার্ডিও-থোরাসিক সার্জারিতে দেরি করে অপারেশনের ‘ডেট’ দেওয়া হচ্ছে রোগীদের! কেন একই অবস্থা এমআরআই-সিটিস্ক্যান-ইউএসজি করার ব্যাপারেও৷ এদিনের বৈঠকে প্রায় সমস্ত বিভাগীয় প্রধানই উপস্থিত ছিলেন৷ প্রত্যেককেই সতর্ক করেন অরূপবাবু৷ মুখ্যমন্ত্রীর মনোভাবের কথা জানিয়ে জুনিয়র ডাক্তারদের কাউন্সেলিং করার কথা বলেন৷ পিজির এমএসভিপি ডা. করবী বড়াল কাউন্সেলিংয়ের জন্য সিনিয়র ডাক্তারদের নিয়ে একটি কমিটি করবেন৷ তাঁরাই জুনিয়রদের দেবেন ‘মানবিক’ হওয়ার পাঠ৷ শেখাবেন উত্তপ্ত পরিস্থিতিতে বা রোগী মৃত্যুর জেরে অশান্তির সময় কীভাবে পরিস্থিতি সামলাতে হবে৷ এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ডা. নির্মল মাজি, ডা. শান্তনু সেন, ডা. ত্রিদিব বন্দ্যোপাধ্যায় প্রমুখ৷

Advertisement

The post রোগী সেজে ‘দালাল’ ধরবে পুলিশ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement