shono
Advertisement

Breaking News

কলকাতা থেকে উদ্ধার প্রায় ৫৭ লক্ষ টাকার জাল নোট, গ্রেপ্তার ৫

সব নোটের বান্ডিলেই লাগানো ছিল এসবিআইয়ের স্টিকার। The post কলকাতা থেকে উদ্ধার প্রায় ৫৭ লক্ষ টাকার জাল নোট, গ্রেপ্তার ৫ appeared first on Sangbad Pratidin.
Posted: 08:39 PM Mar 02, 2017Updated: 03:30 PM Mar 02, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খাস কলকাতার বুকে এবার ধরা পড়ল জাল নোট চক্র। নতুন দু’হাজার টাকার জাল নোট-সহ বৃহস্পতিবার পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে মোট ৫৬ লক্ষ ৭৪ হাজার টাকা। জানা গিয়েছে, সব নোটের বান্ডিলেই এসবিআইয়ের স্টিকার লাগানো ছিল। এদিন ফ্যান্সি মার্কেট থেকে ওয়াটগঞ্জ থানার পুলিশ ওই পাঁচজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া পাঁচ যুবকই হাওড়ার বাসিন্দা। পুলিশের অনুমান, জাল নোটগুলি এ রাজ্যেই ছাপা হয়েছে।

Advertisement

এদিন বিকেলে লালবাজারে সাংবাদিক সম্মেলনও করেন কলকাতা পুলিশের অপরাধ দমন শাখার যুগ্ম কমিশনার বিশাল গর্গ। তিনি জানান, গ্রেপ্তার হওয়া যুবকরা সকালবেলা ফ্যান্সি মার্কেটের একটি দোকানে মোবাইল কিনতে যায়। ফোন কেনার পরেই দোকানদারকে টাকা দিতে গেলে, সেগুলি দেখে সন্দেহ হয় দোকানদারের। এরপরেই পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে গিয়ে ওই পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। আপাতত অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানার চেষ্টা চালাচ্ছে নোট জাল করার জন্য কোথা থেকে কাগজ, কালি সংগ্রহ করা হয়েছে। পাশপাশি এই চক্রের সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে তাও জানার চেষ্টা চলছে।

The post কলকাতা থেকে উদ্ধার প্রায় ৫৭ লক্ষ টাকার জাল নোট, গ্রেপ্তার ৫ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement