shono
Advertisement

Breaking News

হিন্দু হস্টেলের দাবিতে এখনও উত্তাল প্রেসিডেন্সি, বিক্ষোভের মুখে উপাচার্য

হস্টেল ফেরাতে ৪-৫ মাস সময় চাইলেন অনুরাধা লোহিয়া৷ The post হিন্দু হস্টেলের দাবিতে এখনও উত্তাল প্রেসিডেন্সি, বিক্ষোভের মুখে উপাচার্য appeared first on Sangbad Pratidin.
Posted: 01:28 PM Aug 06, 2018Updated: 01:58 PM Aug 06, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দু হস্টেল ফেরতের দাবিতে এখনও উত্তপ্ত প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়৷ সোমবার বিশ্ববিদ্যালয়ে ঢোকার সময় ছাত্র বিক্ষোভের মুখে পড়েন উপাচার্য অনুরাধা লোহিয়া৷ তাঁর ঘরের সামনে জামাকাপড় ঝুলিয়েও রাখে আন্দোলনকারীরা৷ ছাত্র আন্দোলনের চাপে আগেই বিজ্ঞপ্তি জারি করেছিলেন উপাচার্য৷ কিন্তু তাতেও আন্দোলনে আঁচ স্তিমিত করা যায়নি৷ এবার নিজের মুখে ছাত্রদের থেকে চার-পাঁচমাস সময় চেয়ে নিলেন তিনি৷

Advertisement

[হিন্দু হস্টেলের দাবিতে উত্তপ্ত প্রেসিডেন্সি, অবস্থান বিক্ষোভে পড়ুয়ারা]

সোমবার প্রেসিডেন্সির উপাচার্য বলেন, হস্টেল সংস্কারের কাজ করছে পিডাব্লুডি৷ সংস্কারের পর ১৫ জুলাইয়ের মধ্যে পিডাব্লুডির হস্টেল হস্তান্তরের কথা ছিল৷ কিন্তু নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে পারেনি পূর্ত দপ্তর৷ তাই ছাত্রদের হস্টেল দেওয়া সম্ভব হচ্ছে না বলেই জানান প্রেসিডেন্সির উপাচার্য৷ ছাত্রদের নিরাপত্তার স্বার্থে কোনও আপস করা হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি৷ উপাচার্য বলেন, পূর্ত দপ্তর যেদিন হস্তান্তর করবে, সেদিনই ছাত্রছাত্রীদের হস্টেল দেওয়া হবে৷  

[প্রিয়া সিনেমা হলে অগ্নিকাণ্ডের তদন্ত শুরু, আপাতত হল বন্ধ রাখার নির্দেশ দমকলের]

সংস্কারের জন্য ২০১৫ সালের জুলাই মাসে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অন্যতম ইডেন হিন্দু হস্টেল খালি করে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত বছর লিখিতভাবে পড়ুয়াদের এই বছরের ১৫ জুলাইয়ের মধ্যে হস্টেল ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন উপাচার্য অনুরাধা লোহিয়া। কিন্তু ১৫ জুলাই পার হয়ে গেলেও হস্টেল ফিরিয়ে দেওয়া হয়নি। উলটে, সময়ের মধ্যে সংস্কারের কাজ করতে না পারার ব্যাখ্যা দিয়ে গত বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি জারি করেছেন অনুরাধা লোহিয়া। এই বিজ্ঞপ্তিতে ব্যাখ্যার পাশাপাশি হিন্দু হস্টেলের সংস্কারের কাজ পর্যবেক্ষণের জন্য একটি কমিটিও গঠন করার কথা বলা হয়েছে। এই কমিটিতে ছ’জন পড়ুয়াকে রাখার কথা বলা হয়েছে। কিন্তু, ব্যাখ্যা ও কমিটিতে মানতে নারাজ প্রেসিডেন্সির পড়ুয়ারা।

[রক্তচোষা জোঁকের লালায় ক্যানসার মুক্তি, রোগীকে বাঁচালেন আয়ুর্বেদিক চিকিৎসকরা]

এরই প্রতিবাদে গত শুক্রবার থেকেই অবস্থান বিক্ষোভ শুরু করে ছাত্ররা। আন্দোলনকে আরও জোরদার করতে শনিবার রাজারহাটের হস্টেল কার্যত খালি করে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে এসে থাকতে শুরু করেছে বোর্ডাররা। অবস্থানকারীরা জানিয়েছে, যতদিন না হিন্দু হস্টেল খোলা হচ্ছে, ততদিন বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিংয়ে থাকবেন তাঁরা। হস্টেলে থাকেন না এমন পড়ুয়ারাও বাড়ি থেকে ব্যাগ গুছিয়ে নিয়ে এসে অবস্থানে অংশ নিয়েছে।

[সিপিএমের জন্যই রাজ্যে বিজেপির বাড়বাড়ন্ত, স্বীকারোক্তি বাম নেতৃত্বের]

The post হিন্দু হস্টেলের দাবিতে এখনও উত্তাল প্রেসিডেন্সি, বিক্ষোভের মুখে উপাচার্য appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement