shono
Advertisement

আত্মহত্যার সঙ্গে ওয়েব সিরিজের মিল! জি ডি বিড়লার ছাত্রীমৃত্যুতে চাঞ্চল্যকর তথ্য

সুইসাইড নোটের ছত্রে ছত্রে মানসিক অবসাদ স্পষ্ট৷ The post আত্মহত্যার সঙ্গে ওয়েব সিরিজের মিল! জি ডি বিড়লার ছাত্রীমৃত্যুতে চাঞ্চল্যকর তথ্য appeared first on Sangbad Pratidin.
Posted: 03:21 PM Jun 22, 2019Updated: 05:10 PM Jun 22, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতের শিরা কেটে এবং শ্বাসরুদ্ধ অবস্থায় আত্মঘাতী জি ডি বিড়লা স্কুলের কৃতী ছাত্রী কৃত্তিকা৷ মৃত্যুর জন্য কিশোরীর সাজানো ‘প্ল্যান এ’ হাতের শিরা কাটা  এবং ‘প্ল্যান বি’ প্লাস্টিকের সাহায্যে শ্বাসরুদ্ধ হওয়া ভাবাচ্ছে তদন্তকারীদের৷ অবসর পেলেই দিনের বেশিরভাগ সময় ওয়েব সিরিজ দেখত কৃত্তিকা৷ এদিকে, আবার কৃত্তিকার আত্মহত্যার ধরন এবং সদ্য সম্প্রচারিত এক ওয়েব সিরিজের যথেষ্ট মিল রয়েছে৷ তাই পুলিশের ধারণা, হয়তো ওয়েব সিরিজ দেখে আত্মহত্যার পথ খুঁজে পেয়েছিল কৃত্তিকা৷

Advertisement

[ আরও পড়ুন: মৃত্যুর ৫ বছর পর ঘুচল ‘মাওবাদী’ তকমা, হাই কোর্টে বেকসুর খালাস সুশীল]

প্রাথমিক তদন্তে সুইসাইড নোট পড়ে পুলিশের ধারণা, মানসিক অবসাদ থেকেই আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিল শহরের নামজাদা স্কুলের কৃতী ছাত্রী৷ কিন্তু মাত্র ষোলো বছরের কৃত্তিকা কীভাবে এমন ফন্দি আঁটল, তা ভাবাচ্ছে তদন্তকারীদের৷ হাতের শিরা কাটা এবং মৃত্যু নিশ্চিত করতে প্লাস্টিকের সাহায্যে শ্বাসরোধকে বেছে নিয়েছিল কৃত্তিকা৷ অনেকেই বলছেন, কৃতী ছাত্রীর আত্মহত্যার পদ্ধতির সঙ্গে একটি ওয়েব সিরিজের মিল রয়েছে৷ অবসরযাপনের সময় কৃত্তিকা ওয়েব সিরিজ দেখত৷ ওই ওয়েব সিরিজ দেখেই হয়তো এভাবে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলেই ধারণা পুলিশের৷ সেন্সর বোর্ডের কড়াকড়ির জেরে সিনেমায় এমন দৃশ্য দেখানো সম্ভব হয় না, যা সমাজের উপর প্রভাব ফেলবে৷ কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মে ওয়েব সিরিজের ক্ষেত্রে সেন্সর বোর্ডের কাঁচি চালানোর সুযোগ নেই৷ ফলে সেখানে অবাধ যৌনতার পাশাপাশি হিংসাত্মক ঘটনা দেখাতে কোনও সমস্যা হয় না৷ আর এসব দৃশ্যের কুপ্রভাবের জ্বলন্ত উদাহরণ কৃত্তিকা৷

শুক্রবার রানিকুঠির জি ডি বিড়লা স্কুলের শৌচালয় থেকে হাতের শিরা কাটা অবস্থায় ছাত্রী কৃত্তিকা উদ্ধার করা হয়৷ সেই সময় মুখে বাঁধা ছিল প্লাস্টিক৷ হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই চিকিৎসকরা জানান মারা গিয়েছে কৃতী ছাত্রী৷ পুলিশ উদ্ধার করে তিন পাতার সুইসাইড নোট৷ পুলিশসূত্রে খবর, দীর্ঘ ওই সুইসাইড নোট লেখা ছিল চোস্ত ইংরাজি ভাষায়৷ প্রতিটি ছত্রে হতাশা, মানসিক অবসাদের কথা তুলে ধরেছিল কৃত্তিকা৷ বাবা-মার সঙ্গে কৃত্তিকার সম্পর্কের অবনতি হচ্ছিল বলেও সুইসাইড নোটে লিখেছে ছাত্রী৷ সুইসাইড নোটে কৃত্তিকা উল্লেখ করেছে, ‘এটাকে যদি তোমাদের আত্মহত্যা বলে ভাবতে কষ্ট হয়, তবে খুন ভেবে নাও৷’

[ আরও পড়ুন: সাতদিন আগেই আত্মহত্যার ইঙ্গিত দিয়েছিল ছাত্রী, জি ডি বিড়লা কাণ্ডে নয়া তথ্য]

শুধু মৃত্যুই নয়, শেষকৃত্যর প্রসঙ্গও লিখে গিয়েছে সে৷ এক্কেবারে অনাড়ম্বর শেষকৃত্যই যে তার পছন্দ, তা স্পষ্ট ভাষায় জানিয়েছে স্কুলছাত্রী৷ পুলিশ ইতিমধ্যেই কৃত্তিকার কললিস্ট খতিয়ে দেখতে শুরু করেছে৷ তার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের দিকেও নজর রাখা হয়েছে৷ 

The post আত্মহত্যার সঙ্গে ওয়েব সিরিজের মিল! জি ডি বিড়লার ছাত্রীমৃত্যুতে চাঞ্চল্যকর তথ্য appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement