shono
Advertisement

Breaking News

প্রথম ‘সেইন্ট টেরিজা অফ কলকাতা চার্চ’ দমদমে

সন্তের ছোঁয়ায় কলকাতায় চার্চের পুনর্জন্ম! The post প্রথম ‘সেইন্ট টেরিজা অফ কলকাতা চার্চ’ দমদমে appeared first on Sangbad Pratidin.
Posted: 02:28 PM Sep 05, 2016Updated: 08:58 AM Sep 05, 2016

ব্রতদীপ ভট্টাচার্য: সন্ত টেরিজার নামে দেশের প্রথম চার্চটি পেতে চলেছে শহর কলকাতাই৷ দমদমের মাদার টেরিজার গির্জা এবার হবে ‘সেইন্ট টেরিজা অফ কলকাতা চার্চ’৷ বাংলায় বললে, ‘কলকাতার সন্ত টেরিজার গির্জা’৷ রবিবার রোমের ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিস ডিসুজা মাদারকে সন্ত ঘোষণা করলেন৷ ঠিক সেই ঐতিহাসিক ক্ষণে কলকাতাও ঢুকে পড়ল ইতিহাসে৷ নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু হল গির্জায়৷

Advertisement

আর্চ বিশপ থমাস ডিসুজা ভ্যাটিকান থেকে ফেরার পরই এই প্রক্রিয়া শেষ হবে এবং গির্জাটি নতুন নামে নামাঙ্কিত হবে৷ প্রয়াণের আঠারো বছর পর সন্ত হয়েছেন মাদার টেরিজা৷ চিরস্মরণীয় হলেও আবার নতুন করে বিশ্ববাসীর মনে জাগরণ হল তাঁর৷ সেই সঙ্গে গঠন হওয়ার ছয় বছর পর নতুন নাম ও নতুন জীবন পেল তাঁর নামে নামাঙ্কিত গির্জাটিও৷

দমদম ক্যান্টনমেন্ট এলাকার লক্ষ্মীনারায়ণ রোডে এলাকার ৬০০ জন রোমান ক্যাথলিক পরিবারের উদ্দেশে গির্জা তৈরি করার জন্য জমি কেনা হয় ১৯৯১ সালে৷ সেই সময় মাদার জীবিত ছিলেন৷ ২০০৬ সালে প্রথম ইট স্থাপন হলেও গির্জাটি চালু হয় ২০১০ সালে৷ এক সময় চরম দুর্দিনের মধ্যেও দিন কেটেছে এই গির্জাটির৷ তবে আগেও ব্যতিক্রম ছিল গির্জাটি, এখনও ব্যতিক্রম৷

রোমান ক্যাথলিক প্রথা অনুযায়ী সন্ত না হলে তাঁর নামে কোনও গির্জা নামাঙ্কিত করা যায় না৷ তবে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এত বছর আগে তা হলে কীভাবে মাদারের নামে গির্জাটি তৈরি হল৷ ফাদার তপন স্টিফেন্স জানান, রোমের থেকে বিশেষ অনুমোদন দেওয়া হয় গির্জাটিকে৷ যেহেতু মাদার কলকাতায় বিখ্যাত ছিলেন, তাই সন্ত না হলেও মাদারের নামে গির্জা গঠন করার জন্য তাদের বিশেষ অধিকার দেওয়া হয়৷ ফাদার স্টিফেন্স আরও জানান, রাজ্যের মধ্যে মাদারের নামে একমাত্র গির্জা এটি৷

The post প্রথম ‘সেইন্ট টেরিজা অফ কলকাতা চার্চ’ দমদমে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement