সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘স্পেসিফায়েড তারকাটা’-র অ্যাডমিনকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ বুঝিয়ে দিয়েছিল, অনলাইনে কোনওরকম বেয়াদপি বরদাস্ত করা হবে না। এবার সন্দীপ সাধুখাঁ নামে এক যুবকের ফেসবুক প্রোফাইল হ্যাক করে মেসেঞ্জার থেকে অন্য মহিলাদের অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগে গ্রেপ্তার করা হল দুই যুবককে। ধৃতদের নাম অভিরূপ পাল ও অঙ্কুশ দত্ত। দুজনেই ভদ্র ঘরের সন্তান, যথেষ্ট শিক্ষিত। কী করে সমাজের তথাকথিত ভদ্র ঘরের সন্তানদের একাংশ এরকম কুরুচিপূর্ণ কাজে জড়িয়ে পড়ছে, ভেবে কূল পাচ্ছেন না লালবাজারের সাইবার সেলের আধিকারিকরা। আপাতত ধৃত দুজনকেই ৫ জানুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
[কলকাতা বিমানবন্দরে কোটি টাকার কোকেন-সহ গ্রেপ্তার নাইজেরিয় যুবক]
পুলিশি তদন্তে জানা গিয়েছে, গুগল সার্চ করে হ্যাকিং সম্পর্কে জ্ঞান অর্জন করে ধৃত দুই ছাত্র। তাদের মধ্যে অভিরূপ বি টেক ছাত্র ও অঙ্কুশ মিডিয়া সায়েন্সের ছাত্র। স্কুল থেকেই তারা এই কুকর্মে জড়িত ছিল। স্কুলে পড়ার সময় থেকেই এক মৃতা বান্ধবীর নামে ফেক অ্যাকাউন্ট খুলে অন্যদের সঙ্গে চ্যাট করত ওই দুই অভিযুক্ত। অভিরূপের নেশাই ছিল, সুন্দরী মহিলাদের সঙ্গে ব্যক্তিগত কথাবার্তা বলা। নিজে মেয়েদের নামে প্রোফাইল খুলে অনলাইন বান্ধবী সেজে অন্য মহিলাদের সঙ্গে অন্তরঙ্গ আলোচনা চালাত অভিরূপ।
এই পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু সম্প্রতি সন্দীপ সাধুখাঁ নামে এক ব্যক্তির প্রোফাইল খুলে মহিলাদের নগ্ন ছবি পাঠাতে বলে অভিযুক্ত অভিরূপ। ওই মহিলাদের মধ্যে কেউ মেউ সেই মেসেজের স্ক্রিনশট তুলে সোশ্যাল সাইটে ছেড়ে দেয়। ভাইরাল হয়ে ওঠে সেই ছবি। স্ক্রিনশটে দেখা যাচ্ছে, সন্দীপ মহিলাদের কাছে তাঁদের নগ্ন ছবি কামনা করছেন। মহিলারা আপত্তি জানালে হুমকি দিচ্ছে, তাঁদের নগ্ন ছবি বিভিন্ন পর্ন ওয়েবসাইটে ছড়িয়ে দেওয়ার। এই সব স্ক্রিনশট নিয়ে উত্তাল হয়ে ওঠে নেটদুনিয়া। অনেকেই এগিয়ে এসে স্ক্রিনশটগুলি শেয়ার করতে থাকেন ও অভিযুক্তকে গ্রেপ্তারির দাবি জানান পুলিশের কাছে। ঠিক যেমনটা ঘটে ‘স্পেসিফায়েড তারকাটা’র বেলায়।
[শহরে পারদ নেমে ১১ ডিগ্রি, শীতে কাঁপছে গোটা বাংলা]
কিন্তু এখানেই টুইস্ট। পুলিশ তদন্তে নামার আগেই লালবাজারে এসে উপস্থিত হন ওই মেসেজগুলি যাঁর নাম নিয়ে ছড়াচ্ছে সেই সন্দীপ সাধুখাঁ। পুলিশকর্তাদের কাছে অভিযোগ করেন, তাঁর প্রোফাইল হ্যাক করে কেউ বা কারা মহিলাদের অশ্লীল মেসেজ পাঠাচ্ছে। আর সেই দোষ এসে তাঁর ঘাড়ে পড়ছে। এর ফলে তাঁর সামাজিক ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তিনি প্রতিকার চান। এরপরই পুলিশ তদন্তে নামে। মোবাইল টাওয়ারের সূত্র ধরে তদন্ততকারীরা জানতে পারেন, আসল কালপ্রিটদের কথা। এরপরই মেট্রো সিনেমার সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে তিনটি ফোন, একটি ল্যাপটপ বাজেয়াপ্ত করেছে পুলিশ। শুধু ফেসবুক নয়, বেশ কিছু অশ্লীল সাইট খুলে সেখানেও মহিলাদের বিভিন্ন নোংরা ছবি বিকৃত করে পোস্ট করত অভিযুক্তরা। ধৃত অভিরূপ পালের মা ছেলের দোষের কথা স্বীকার করে নিয়েছেন।
[জন্মদিনে জেনে নিন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ১৬টি অজানা তথ্য]
The post ফেসবুক প্রোফাইল হ্যাক করে মহিলাদের অশ্লীল মেসেজ পাঠিয়ে ধৃত ২ appeared first on Sangbad Pratidin.