shono
Advertisement
Park Street

আলোয় সেজে উঠেছে পার্কস্ট্রিট, বড়দিনে নিরাপত্তা নিশ্চিত করতে রাস্তায় ১৫০০ পুলিশ

ড্রোনের মাধ্যমে চলবে নজরদারি।
Published By: Suhrid DasPosted: 11:55 AM Dec 24, 2025Updated: 02:02 PM Dec 24, 2025

অর্ণব আইচ: বড়দিনে আলোর মালায় সেজে উঠেছে পার্কস্ট্রিট (Park Street)। খ্রিসমাস ইভ উপলক্ষ্যে প্রচুর মানুষের সমাগম হবে পার্কস্ট্রিট-সহ ময়দান, ধর্মতলা চত্বরে। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে পার্কস্ট্রিট। বড়দিন উপলক্ষ্যে নিরাপত্তা নিশ্চিত করতে দেড় হাজার পুলিশকর্মী রাস্তায় থাকবে। এছাড়াও নজরদারিতে একাধিক পদক্ষেপ করছে কলকাতা পুলিশ। বাংলাদেশে অস্থিরতা চলছে। দিল্লি বিস্ফোরণের ঘটনাও ঘটেছে মাস কয়েক আগে। সেসবের জন্য আরও কড়া সতর্কতা এবার থাকছে বলে খবর।

Advertisement

বড়দিন উপলক্ষ্যে পার্কস্ট্রিট (Park Street) চত্বরে প্রচুর মানুষের সমাগম হয়। আলোকসজ্জা ও অ্যালেন পার্কের অনুষ্ঠান দেখার জন্য প্রচুর মানুষ সেখানে হাজির হন। কলকাতা পুলিশের পক্ষ থেকে প্রতি বছরই নিরাপত্তার কড়াকড়ি থাকে। এবারও নিরাপত্তার জন্য একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার, অ‍্যাসিসট‍্যান্ট কমিশনার, ইন্সপেক্টর র‍্যাঙ্কের আধিকারিকরা দায়িত্বে থাকবেন। দেড় হাজার পুলিশকর্মী রাস্তায় থাকবে নিরাপত্তা নিশ্চিত করতে। এছাড়াও সাদা পোশাকে পুলিশ, এসবি, মহিলা পুলিশ থাকবেন।

হাজার হাজার মানুষ বড়দিন পার্কস্ট্রিটে ভিড় করেন। বহু জায়গায় জটলা দেখা যায়। ফলে হঠাত করেই ভিড় আরও বেড়ে যায়। সেসব যাতে না হল, সেদিকেও নজর রাখা হচ্ছে। পার্কস্ট্রিটে যারা হেঁটে ঘুরবেন, তাঁরা একদিক থেকে ঢুকবেন। অ্যালেন পার্ক অবধি গিয়ে আবার অন্যদিকে চলে যেতে পারবেন। একই রাস্তায় ফিরে আসা যাবে না। ভিড়ের মধ্যে যাতে কোনও অঘটন না হয়, সেজন্য সাদা পোশাকের পুলিশ ঘোরাফেরা করবেন। ওয়াচ টাওয়ার ব্যবস্থা থাকবে। এছাড়াও ড্রোনের মাধ্যমে নজরদারি থাকবে। কুইক রেসপন্স টিম, অ্যাম্বুল্যান্সও থাকবে বলে খবর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বড়দিনে আলোর মালায় সেজে উঠেছে পার্কস্ট্রিট।
  • খ্রিসমাস ইভ উপলক্ষ্যে প্রচুর মানুষের সমাগম হবে পার্কস্ট্রিট-সহ ময়দান, ধর্মতলা চত্বরে।
  • নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে পার্কস্ট্রিট।
Advertisement