shono
Advertisement
CV Anand Bose

যাদবপুরের সমাবর্তনে রাজ্যপাল, আগামী বছর থেকে পুরস্কারের ঘোষণা!

বোসকে বিক্ষোভকারীদের স্মারকলিপি।
Published By: Suhrid DasPosted: 04:04 PM Dec 24, 2025Updated: 05:50 PM Dec 24, 2025

ধীমান রক্ষিত: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আগামী দিনে লোকভবনের তরফে পুরস্কার দেওয়া হবে। সেই ঘোষণা করেছেন তিনি। আগামী বছরের সমাবর্তন থেকে এই পুরস্কার দেওয়ার কথাও তিনি জানিয়েছেন। এদিন রাজ্যপাল আসার সময় এসএফআইয়ের তরফে বিক্ষোভ দেখানো হয়েছিল। রাজ্যপাল পরে তাঁদের সঙ্গে দেখাও করেন। প্রতিবাদ করা ছাত্রদের গণতান্ত্রিক অধিকার। সেই কথাও তিনি জানিয়েছেন।

Advertisement

দুই বছর পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আজ, বুধবার সমাবর্তন অনুষ্ঠান আয়োজিত হয়। ওই সমাবর্তনে এদিন আচার্য হিসেবে যোগ দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কৃতিদের তিনি সম্মানিত করেন। বিশ্ববিদ্যালয়ে মোট সাতটি পুরস্কার দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। পোস্ট গ্র্যাজুয়েট, গ্রাজুয়েট, টিচার, নন-টিচার, ও অ্যাডমিনিস্ট্রেশন-এই সাতটি পুরস্কার দেওয়া হবে। মঞ্চ থেকেই এই বিষয়ে তিনি বার্তা দিয়েছেন। মোট সাতটি পুরস্কারের প্রত্যেকটির মূল্য হবে ২৫ হাজার টাকা। রাজ্যপালের তরফ থেকেই এই পুরস্কার দেওয়া হবে বলে জানানো হয়েছে। কোন কোন ক্ষেত্রে ওই পুরস্কার দেওয়া হবে, সেসব এখনও ঠিক হয়নি বলে খবর। তবে আগামী বছরের সমাবর্তন থেকে ওই পুরস্কার দেওয়া হবে, সেই কথা জানানো হয়েছে।

রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ে ঢোকার সময়ে এসএফআই, ডিএসও ছাত্র সংগঠনের তরফে বিক্ষোভ দেখানো হয়েছে। ছাত্র নির্বাচনের দাবি ও ফান্ড কাট ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে বিক্ষোভ চলে। সমাবর্তন শেষে রাজ্যপাল বেরনোর সময় বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করেন। ছাত্রভোটের দাবিতে রাজ্যপালকে স্মারকলিপি দেওয়া হয়। সিভি আনন্দ বোস জানিয়েছেন, প্রতিবাদ করা গণতান্ত্রিক অধিকার। রাজভবন এখন লোকভবন। যে কোনও সময় পড়ুয়ারা দেখা করতে পারেন।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
  • আগামী দিনে লোকভবনের তরফে পুরস্কার দেওয়া হবে।
Advertisement