রাতের শহরে ফের বের বেপরোয়া গতির বলি তরতাজা প্রাণ। বাইক দুর্ঘটনায় মারা গেলেন দুই যুবক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কলকাতার নিকটে নিউটাউন (Newtown Accident) এলাকায়। মৃত দুই যুবকের নাম অসিত মাহাতো ও প্রণয়দীপ মাঝি।
দুর্ঘটনাটি ঘটেছে নিউটাউনের যাত্রাগাছির খালধার এলাকায়। মঙ্গলবার রাতে ওই খালধার এলাকার রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছিলেন অসিত মাহাতো। উলটোদিক থেকে বাইক চালিয়ে আসছিলেন প্রণয়দীপ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ এতটাই বেশি ছিল যে, দু'জনেই বাইক থেকে দূরে ছিটকে যায়। রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় তাঁদের।
ঘটনাস্থলেই মৃত্যু হয় অসিত মাহাতোর। অন্যজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল। পরে হাসপাতালে তাঁরও মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। দুটি মৃতদেহই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, রাস্তা দিয়ে দুরন্ত গতিতে দুটি বাইক চালানো হচ্ছিল। রাতে কুয়াশাও ছিল। কাছাকাছি চলে গেলে আর মুখোমুখি সংঘর্ষ এড়ানো যায়নি। ধাক্কা লাগার তীব্রতা এতটাই বেশি ছিল যে, দু'জনেই বেশ কিছুটা দূরে ছিটকে যায়। প্রবল গতিতে বাইক চালানোই কি কাল হল? সেই প্রশ্ন উঠেছে। তবে স্থানীয়দের অভিযোগ, ওই রাস্তার ওই নির্দিষ্ট এলাকায় স্ট্রিট লাইট সংখ্যায় অনেকটাই কম। ফলে রাস্তায় অন্ধকার থাকে। ফলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে।
প্রসঙ্গত, নিউটাউনের ওই যাত্রাগাছি খালধার এলাকা থেকেই অক্টোবরের শেষে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যার দেহ উদ্ধার হয়েছিল। ওই ঘটনার পর এলাকার নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছিল। মঙ্গলবার রাতের দুর্ঘটনার পর ফের চাঞ্চল্য ছড়াল এলাকায়। বাইকদুটিকে থানায় নিয়ে গিয়েছে পুলিশ। মৃতদের বাড়িতে দুঃসংবাদ জানানো হয়।
