shono
Advertisement
hunger strike

পঞ্চম দিনে অনশন তুললেন চাকরিহারা তিন শিক্ষক, বৃহত্তর আন্দোলনের পরিকল্পনা

এসএসসি ভবনের পাশে অনশন চালিয়ে যাচ্ছিলেন তাঁরা।
Published By: Paramita PaulPosted: 12:50 PM Apr 13, 2025Updated: 02:56 PM Apr 13, 2025

বিধান নস্কর ও রমেন দাস: পঞ্চম দিনে অনশন তুললেন চাকরিহারা তিন শিক্ষক। স্থগিত এসএসসি ভবনের পাশের অবস্থানও। বৃহত্তর আন্দোলনের পরিকল্পনা নিয়ে আপাতত এই কর্মসূচি স্থগিত করলেন তাঁরা। ডাবের জল খেয়ে রবিবার দুপুরে অনশন ভাঙলেন সুপ্রিম নির্দেশে চাকরিচ্যুত পঙ্কজ রায়, সুমন বিশ্বাস এবং প্রতাপ কুমার সাহারা।

Advertisement

সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন ২৬ হাজার এসএসসি শিক্ষক-অশিক্ষক কর্মী। তারপর থেকেই আন্দোলনের পথে হেঁটেছেন চাকরিহারারা। এসএসসি ভবনের পাশে অনশন শুরু করেন চাকরিচ্যুত পঙ্কজ রায়। তাঁর সঙ্গে ধীরে ধীরে যোগ দেন সুমন বিশ্বাস, প্রতাপ রায়রা। পঞ্চম দিনের মাথায় অনশন তুলে আন্দোলন স্থগিত রাখলেন তাঁরা। 

এ প্রসঙ্গে আন্দোলনকারী প্রতাপ রায় বলেন, "আমরা যে তিনটি দাবি নিয়ে আন্দোলন করেছি, তা এখনও পূরণ হয়নি। এখানে আমাদের মাথার উপর ত্রিপলটুকু নেই। পুলিশ-প্রশাসন সহযোগিতা করছে না। বিশেষ রাজনৈতিক দলের বাইক বাহিনী দাপাদাপি করছে। তাই আপাতত আন্দোলন স্থগিত রাখছি। বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব। " তাঁর আরও সংযোজন, আন্দোলনকারীদের একাংশ সিবিআইকে ইমেল করে ওএমআর শিটের মিরর ইমেজ চেয়েছেন। তদন্তকারীরা তা দিতেও রাজি হয়েছে। ১৫ এপ্রিল সেই মিরর ইমেজ তাঁদের হাতে তুলে দেওয়া হবে। আরেক অনশনকারী সুমন বিশ্বাস জানান, "এখানে আন্দোলন স্থগিত করছি। এবার জেলায় জেলায় আন্দোলন হবে। গণস্বাক্ষর সংগ্রহ করব। আসলে রাজ্য সরকার ও পুলিশ এতটা অমানবিক আমরা ভাবতে পারিনি। আমরা এখানে রাস্তার কুকুর, রাস্তায় পাগলের মতো অবস্থা। কেউ জল দিয়ে সাহায্য করতে এলেও করতে দেওয়া হচ্ছে না। আন্দোলন আরও বৃহত্তর হবে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পঞ্চম দিনে অনশন তুললেন চাকরিহারা তিন শিক্ষক।
  • স্থগিত এসএসসি ভবনের পাশের অবস্থানও।
  • বৃহত্তর আন্দোলনের পরিকল্পনা নিয়ে আপাতত এই কর্মসূচি স্থগিত করলেন তাঁরা।
Advertisement