shono
Advertisement

Breaking News

Bardhaman

জাল পে স্লিপ ও ভুয়ো তথ্যে ৬২ লক্ষ ব্যাঙ্ক ঋণ! বর্ধমানে গ্রেপ্তার প্রতারণা চক্রের 'মাস্টারমাইন্ড'

মোট ৬২ লক্ষ টাকার ঋণ নেয় অভিযুক্তরা।
Published By: Subhankar PatraPosted: 05:23 PM Jan 07, 2026Updated: 08:23 PM Jan 07, 2026

অর্ণব আইচ: এইচডিএফসি ব্যাঙ্কে জাল পে স্লিপ ও ভুয়ো অ্যাকাউন্ট স্টেটমেন্ট দিয়ে ঋণ নেওয়া কাণ্ডে গ্রেপ্তার মূলচক্রী। মঙ্গলবার বর্ধমানের (Bardhaman) খণ্ডঘোষ থেকে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। আজ, বুধবার ধৃতকে আদালতে হাজির করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম আলাউদ্দিন শাহ। বয়স ৩৪ বছর। তিনি বাঁকুড়া পাত্রসায়েরের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই আলাউদ্দিন এইচডিএফসি ব্যাঙ্কের ডিরেক্ট সেলিং এজেন্টের সেলস এক্সিকিউটিভ ছিলেন। পুলিশের দাবি, এই ব্যাঙ্কের ৬২ লক্ষ টাকা ঋণ প্রতারণা চক্রের মাথাও তিনি। আরও অভিযোগ, আলাউদ্দিন ওই ঋণ নেওয়া অর্থ থেকে ভাগ বসিয়েছিলেন। পাশাপাশি বাকি অভিযুক্তদের ঋণ পাইয়ে দেওয়ার জন্য জাল নথি তৈরিতে সাহায্য করেছিলেন। প্রতারণা চক্রের সঙ্গে জড়িত ৩ জন গ্রেপ্তার হওয়ার পর আলাউদ্দিনের নামে একটি এফআইআর করা হয়। তিনি কলকাতার হাই কোর্টে আগাম জামিনের আবেদন করেন। হাই কোর্ট সেই জামিনের আর্জি খারিজ করে। তারপই এই গ্রেপ্তারি।

উল্লেখ্য, এইচএফডি ব্যাঙ্কে জাল পে স্লিপ ও ভুয়ো অ্যাকাউন্ট স্টেটমেন্ট দিয়ে ব্যক্তিগত ঋণ নেওয়ার অভিযোগ ওঠে ছয় জনের বিরুদ্ধে। তাঁরা সেচ, স্বাস্থ্য,বনদপ্তরের কর্মচারী হিসাবে পরিচয় দিয়েছিলেন। মোট ৬২ লক্ষ টাকার ঋণ নেয় অভিযুক্তরা। ব্যাঙ্ক পরে জানতে পারে, জমা দেওয়া তথ্য ভুয়ো! এই মর্মে এইচডিএফসি ব্যাঙ্কের তরফ থেকে পুলিশে অভিযোগ জানানো হয়। তদন্তে নেমে একজন ডিরেক্ট সেলিং এজেন্টকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। তারপর আরও দু'জনকে গ্রেপ্তার করা হয়। আকাশ ধীবর, রাণা বাল্মীকি ও সৌমিত্র রায় নামে তিন অভিযুক্ত আগামী ২৭ তারিখ পর্যন্ত জামিনে মুক্ত রয়েছেন। এবার গ্রেপ্তার হলেন মূল অভিযুক্ত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এইচডিএফসি ব্যাঙ্কে জাল পে স্লিপ ও ভুয়ো অ্যাকাউন্ট স্টেটমেন্ট দিয়ে ঋণ নেওয়া কাণ্ডে গ্রেপ্তার মূলচক্রী।
  • মঙ্গলবার বর্ধমানের খণ্ডঘোষ থেকে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। আজ, বুধবার ধৃতকে আদালতে হাজির করেছে পুলিশ।
  • ধৃতের নাম আলাউদ্দিন শাহ।
Advertisement