shono
Advertisement
Bangladeshi Arrested

পার্ক স্ট্রিট থেকে গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী, ভুয়ো পরিচয়পত্র বানিয়ে ঘাঁটি!

অনুমান, প্রতারণামূলক কাজে জড়িত ছিল ওই যুবক।
Published By: Tiyasha SarkarPosted: 11:21 AM Dec 27, 2024Updated: 01:33 PM Dec 27, 2024

অর্ণব আইচ: বেআইনিভাবে ভারতে প্রবেশের অভিযোগ। খাস কলকাতার পার্ক স্ট্রিট থেকে গ্রেপ্তার বাংলাদেশি যুবক। অনুপ্রবেশের পর ধৃত এদেশের ভুয়ো পরিচয় পত্র তৈরি করে বসবাস করছিল বলে দাবি তদন্তকারীদের।

Advertisement

বাংলাদেশ উত্তপ্ত হতেই সীমান্তে নজরদারি বাড়িয়েছে কেন্দ্র। রাজ্যজুড়ে চলছে ধরপাকড়। এই পরিস্থিতিতে কলকাতার মারকুইস স্ট্রিট থেকে গ্রেপ্তার এক বাংলাদেশি। তাঁর নাম, মহম্মদ আবিউর রহমান। পুলিশ সূত্রে খবর, বাংলাদেশের নড়াইলের বাসিন্দা ওই যুবক। বৈধ নথি ছাড়াই কোনওভাবে ভারতে প্রবেশ করেছিলেন ধৃত যুবক। তারপর বানিয়ে ফেলেছিলেন ভারতের নাগরিক হিসেবে ভুয়ো পরিচয়পত্র। সেই নথি ব্যবহার করে কলকাতায় বসবাস করছিলেন ওই যুবক। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে মার্কুইস স্ট্রিটে হানা দেয় পুলিশ। সেখান থেকেই গ্রেপ্তার করা হয় তাঁকে। মনে করা হচ্ছে, প্রতারণামূলক কাজে জড়িত ছিল ওই যুবক।

উল্লেখ্য, হাসিনা সরকারের পতনের পর থেকেই উত্তপ্ত বাংলা। হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের অশান্তি চরম আকার নিয়েছে। বেছে বেছে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই আবহে প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে অনেকেই ভারতে চলে আসছেন। এদিকে কেন্দ্রের তরফে সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি। ফলে অনেকেই বাংলায় প্রবেশ করতে গিয়ে গ্রেপ্তার হচ্ছেন বিএসএফের হাতে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বেআইনিভাবে ভারতে প্রবেশের অভিযোগ।
  • খাস কলকাতার পার্ক স্ট্রিট থেকে গ্রেপ্তার বাংলাদেশি যুবক।
  • অনুপ্রবেশের পর ধৃত এদেশের ভুয়ো পরিচয় পত্র তৈরি করেছিল বলে দাবি তদন্তকারীদের।
Advertisement