shono
Advertisement
Abhishek Banerjee

SIR আবহে অভিষেকের মেগা বৈঠক, বিশেষ নজর মতুয়া অধ্যুষিত এলাকা ও উত্তরবঙ্গে

সাংসদ ও বিধায়কদের পারফরমেন্সও রিভিউ করা হবে।
Published By: Tiyasha SarkarPosted: 12:11 PM Nov 21, 2025Updated: 04:14 PM Nov 21, 2025

ধ্রুবজ্যোতি বন্দ্য়োপাধ্যায়: এসআইআর (SIR in Bengal) আবহে আগামী সোমবার মেগা বৈঠকের আয়োজন তৃণমূলের। দলের সাংসদ, বিধায়ক-সহ সব স্তরের নেতাদের নিয়ে ভারচুয়াল বৈঠক করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিশেষ নজর থাকবে মতুয়া অধ্যুষিত এলাকা ও উত্তরবঙ্গে। এই বৈঠকে সাংসদ ও বিধায়কদের পারফরম্যান্সও রিভিউ করা হবে বলে সূত্রের খবর।  

Advertisement

ছাব্বিশে বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে এখন রাজ্যজুড়ে চলছে এসআইআর অর্থাৎ ভোটার তালিকা ত্রুটিমুক্ত করার কাজ। যদিও এর নেপথ্যে বিজেপি তথা কেন্দ্রের রাজনৈতিক স্বার্থ লুকিয়ে রয়েছে বলেই দাবি তৃণমূলের। বাংলার শাসকদলের আশঙ্কা, বহু ভোটারের নাম পরিকল্পনামাফিক বাদ যেতে পারে এসআইআরে। যদিও তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সাফ জানিয়েছেন, একজন বৈধ ভোটারের নাম বাদ গেলেও দিল্লির বুকে বৃহত্তর আন্দোলন হবে। আমজনতার সুবিধায় জেলায় জেলায় এসআইআর ক্যাম্প খুলেছে তৃণমূল। এসবের মাঝেই এবার মেগা বৈঠকের আয়োজন। 

জানা গিয়েছে, আগামী সোমবার অর্থাৎ ২৪ নভেম্বর মূলত এসআইআর (SIR in Bengal) নিয়েই হবে এই ভারচুয়াল বৈঠক। দলের সাংসদ, বিধায়ক ও সাংগঠনিক পদাধিকারী-সহ মোট ১০ হাজারের বেশি নেতা উপস্থিত থাকবেন এই বৈঠকে। সেখানেই এসআইআর নিয়ে দলের নেতারা ঠিক মতো দায়িত্ব পালন করছেন কি না, তা খতিয়ে দেখা হবে। কোন জেলায় সংগঠন আরও জোরদার করা প্রয়োজন তা নিয়ে আলোচনা হবে। মতুয়া অধ্যুষিত এলাকা ও উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় পদক্ষেপের সম্ভাবনা।  সাংসদ ও বিধায়কদের পারফরম্যান্সও রিভিউ করা হবে বলে সূত্রের খবর। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এসআইআর আবহে আগামী সোমবার মেগা বৈঠকের আয়োজন তৃণমূলের।
  • দলের সাংসদ, বিধায়ক ও সাংগঠনিক পদাধিকারীদের নিয়ে ভারচুয়াল বৈঠক করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  • বিশেষ নজর থাকবে মতুয়া অধ্যুষিত এলাকা ও উত্তরবঙ্গে।
Advertisement