shono
Advertisement
Kolkata’s Gulshan Colony

ফের আনন্দপুরের গুলশন কলোনিতে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে গুদাম

যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ।
Published By: Sayani SenPosted: 10:59 AM Dec 05, 2025Updated: 12:09 PM Dec 05, 2025

অর্ণব আইচ: ফের আনন্দপুরের গুলশন কলোনিতে আগুন। প্লাস্টিকের গুদামে আগুন লেগে যায় বলেই জানা গিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

Advertisement

শুক্রবার ঘড়ির কাঁটায় সকাল ১০টা। আচমকা গুলশন কলোনির একটি ফ্ল্যাটের নিচের রঙের গোডাউনে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় ঢেকে যায় গোটা গুদাম। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। গুদামে দাহ্য় পদার্থ মজুত থাকায় মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ রূপ ধারণ করে। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকলে। সঙ্গে সঙ্গে দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, দমকলের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ১০টি। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। তবে এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের আনন্দপুরের গুলশন কলোনিতে আগুন। প্লাস্টিকের গুদামে আগুন লেগে যায় বলেই জানা গিয়েছে।
  • যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ।
  • এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
Advertisement