shono
Advertisement
Hazra

হাজরায় দুটি গাড়ির উপর উপড়ে পড়ল গাছ! কপালজোরে রক্ষা ৫ যাত্রীর

দুর্ঘটনার জেরে স্তব্ধ হয়ে যায় যান চলাচল।
Published By: Amit Kumar DasPosted: 11:39 PM Jan 04, 2025Updated: 11:39 PM Jan 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাজরা রোডে দুটি চলন্ত গাড়ির হঠাৎ উপড়ে পড়ল গাছ। দুর্ঘটনার জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় গাড়ি দুটি। কপাল জোরে রক্ষা পেয়েছেন ৫ জন যাত্রী। শনিবার রাতে এই দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ বন্ধ থাকে যানচলাচল।

Advertisement

জানা গিয়েছে, এদিন হাজরার ব্যস্ত রাস্তায় আচমকাই ভেঙে পড়ে একের পর এক গাছ। তাতেই ঘটে এই মারাত্মক দুর্ঘটনা। গাছের নিচে চাপা পড়ে দুটি গাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে এসে কালীঘাট থানার পুলিশ ও কলকাতা পুরসভার কর্মীরা। এর পর গাছ কেটে উদ্ধার করা হয় দুটি গাড়ির ভিতর থাকা ৫ জন যাত্রীকে। এদিকে দুর্ঘটনার জেরে প্রায় ৫০ মিনিটের বেশি যান চলাচল স্তব্ধ হয়ে যায় বলে খবর। দীর্ঘ সময় পর গাছ ও গাড়ি দুটি রাস্তা থেকে সরিয়ে স্বাভাবিক করা হয় যান চলাচল।

স্থানীয়দের অভিযোগ, রাস্তার ধারে দীর্ঘ দিন ধরে ওই গাছগুলি বিপজ্জনক অবস্থায় ছিল। সেগুলি কাটার বিষয়ে পুরসভার তরফে কোনও উদ্যোগ নেওয়া হয়নি। যার জেরেই এদিন দুর্ঘটনা ঘটেছে। গাছগুলি পথচলতি কোনও মানুষের উপর পড়লে বড় বিপদ হতে পারত। এদিকে দুর্ঘটনার খবর নিজে ঘটনাস্থলে পৌঁছন কলকাতার মেয়র পারিষদ অসীম কুমার বসু। তিনি বলেন, 'যত পুরনো গাছই হোক না কেন তা কাটতে পারে না পুরসভা। বড়জোর গাছের ডালপালা ছেঁটে ফেলতে পারে।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হাজরা রোডে দুটি চলন্ত গাড়ির হঠাৎ উপড়ে পড়ল গাছ।
  • দুর্ঘটনার জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় গাড়ি দুটি।
  • কপাল জোরে রক্ষা পেয়েছেন ৫ জন যাত্রী।
Advertisement