অর্ণব আইচ: মুকুন্দপুরের সোনার দোকানে ডাকাতির ঘটনায় চাঞল্যকর মোড়। শেয়ার বাজারে প্রচুর টাকা খুইয়ে ডাকাতির ছক কষেছিল দুই নার্স। প্রাথমিক তদন্তে উঠে এল এমনই চমকে দেওয়া তথ্য।
বারাকপুর, পুরুলিয়া, রানাঘাটের কায়দায় এবার রবিবার সকাল সাড়ে ১১টা নাগাদ কলকাতার সোনার দোকানে দুষ্কৃতীরা হানা দেয়। ক্রেতা সেজে দোকান লুটের চেষ্টা চালায় ২ জন। দোকানের মালিক বাধা দিলে তাঁর গলায় কোপ মারা হয়। মুকুন্দপুরের একটি হাসপাতালে ভর্তি দোকানের মালিক। এদিকে মালিকের চিৎকার শুনে স্থানীয়রা দুষ্কৃতীদের ধরে ফেলে। তাদের আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ করতেই পুলিশের চক্ষু চড়কগাছ।
ধৃতরা জানায়, তারা আর এন টেগোর বেসরকারি হাসপাতালের নার্স। শেয়ার বাজারে বিপুল ক্ষতি হয়েছিল তাঁদের। সেই টাকা তুলতেই সোনার দোকানে ডাকাতির ছক কষে তারা। সেই মতো এদিন সকালে মুকুন্দপুরের সোনার দোকানে হানা দিয়ে গয়না ছিনতাইয়ের চেষ্টা করেছিল তারা। মালিক বাধা দেওয়ায় তাঁর গলায় কোপ মারে। পালানোর চেষ্টা করলেই ব্যর্থ হয়। মালিকের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। তাদের ধরে পুলিশের হাতে তুলে দেয়। তার পর তাদের জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য উদ্ধার করল পুলিশ।