shono
Advertisement

Breaking News

Child Trafficking

শিশু পাচার কাণ্ডে সিআইডির জালে নার্সিংহোমের কর্মী, চক্রের চাঁইয়ের সঙ্গে সরাসরি যোগ

দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় সিআইডি।
Published By: Paramita PaulPosted: 10:10 AM Dec 19, 2024Updated: 10:13 AM Dec 19, 2024

অর্ণব আইচ: শিশু পাচার কাণ্ডে সিআইডির হাতে গ্রেপ্তার হল আরও এক ব‌্যক্তি। তাঁর সঙ্গে চক্রের চাঁইয়ের সরাসরি যোগ রয়েছে বলে খবর। চক্রের বাকিদের খোঁজ পেতে দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় সিআইডি।

Advertisement

পুলিশ জানিয়েছে, সৌরভ অধিকারী নামে ওই ব‌্যক্তি দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুরের একটি নার্সিংহোমের কর্মী। বুধবার ধৃত সৌরভকে হাওড়া আদালতে তোলা হয়। ওই ব‌্যক্তির সঙ্গে শিশু পাচার চক্রের অন‌্যতম মাথা গৃহবধূ মুকুল সরকারের যোগ মিলেছে। এদিন নতুন আইনে ফের মুকুল নামে ওই মহিলাকে সিআইডি নিজেদের হেফাজতে নিয়েছে।

সিআইডির সূত্র জানিয়েছে, নদিয়ার হাঁসখালির বাসিন্দা সৌরভ কয়েক বছর আগে ঠাকুরপুকুরের ওই নার্সিংহোমে কাজ করতে শুরু করে। যাতায়াতের সুবাদে ২০২২ সালে ওই নার্সিংহোমে সৌরভের সঙ্গে মুকুলের পরিচয় হয়। সৌরভকে মুকুলের স্বামী মানিকও চিনত। উল্লেখ‌্য, বিহার থেকে পাচার হওয়া শিশু-সহ শালিমার থেকে সিআইডির হাতে গ্রেপ্তার হয় দম্পতি মানিক ও মুকুল। মুকুলের কাছ থেকে রাজ‌্য পুলিশের সিআইডি আরও কিছু তথ‌্য পেতে চাইছে। তাই ভবানী ভবনে সৌরভ ও মুকুলকে মুখোমুখি বসিয়ে জেরা চলছে বলে জানিয়েছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শিশু পাচার কাণ্ডে সিআইডির হাতে গ্রেপ্তার হল আরও এক ব্যক্তি।
  • তাঁর সঙ্গে চক্রের চাঁইয়ের সরাসরি যোগ রয়েছে বলে খবর।
  • চক্রের বাকিদের খোঁজ পেতে দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় সিআইডি।
Advertisement