সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আম্বেদকর ইস্যুতে রণক্ষেত্র এন্টালি। বৃহস্পতিবার দুপুরে কংগ্রেস ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি ও হাতাহাতি শুরু হয়। দুপক্ষের সংঘর্ষের মাঝে পড়ে মাথা ফাটল পুলিশের।
মঙ্গলবার রাজ্যসভায় সংবিধান সংক্রান্ত বিতর্ক চলাকালীন শাহ বলেন, “এখন এক ফ্যাশন হয়েছে- আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর। এতবার যদি ভগবানের নাম নিত তব সাতজন্ম স্বর্গবাস হয়ে যেত।” সঙ্গে প্রশ্ন ছুড়ে দেন, “১০০ বার ওর (বিআর আম্বেদকর) নাম নিলেও কিন্তু ওঁকে নিয়ে আপনাদের কী আবেগ ছিল? তফসিলি জাতি বা তফসিলি উপজাতিদের প্রতি সরকারের আচরণ নিয়ে খুশি ছিলেন না আম্বেদকর।” শাহের ‘ফ্যাশন’ মন্তব্যে ক্ষোভে ফেটে পড়ে বিরোধী শিবির।
বৃহস্পতিবার সকালে সংসদের মকর দ্বারের সামনে বিক্ষোভ দেখানো শুরু করেন কংগ্রেস-সহ বিরোধী সাংসদরা। বিজেপি সাংসদরা সেসময় সংসদে প্রবেশ করতে চাইলে ধস্তাধস্তি শুরু হয়। দুই শিবিরের মধ্যে কথা কাটাকাটি হাতাহাতির রূপ নেয়। হাতাহাতিতে রক্ত ঝরে বালাসোরের বিজেপি সাংসদ প্রতাপ সারেঙ্গীর। তাঁর দাবি, হাতাহাতির মধ্যে বিরোধী দলনেতা রাহুল গান্ধী এক সাংসদকে ধাক্কা মারেন। সেই সাংসদ এসে তাঁর গায়ের উপর পড়ে যান। এই ঘটনার আঁচে উত্তপ্ত এন্টালি। বৃহস্পতিবার দুপুরে কংগ্রেস কর্মী-সমর্থকরা ওই এলাকায় অমিত শাহের কুশপুত্তলিকা দাহ করে। তাতেই উত্তেজিত হয়ে পড়ে গেরুয়া শিবির। দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। দুপক্ষের সংঘর্ষে মাথা ফাটে এক পুলিশকর্মীর। রক্তারক্তি কাণ্ড ঘটে। এই ঘটনায় এখনও উত্তপ্ত গোটা এলাকা।