অর্ণব আইচ: শহরে ফের গ্রেপ্তার বাংলাদেশি নাগরিক। শনিবার সন্দেহভাজন ওই বাংলাদেশি নাগরিককে এনআরএস হাসপাতালের সামনে থেকে গ্রেপ্তার করে এন্টালি থানার পুলিশ। ভারতে প্রবেশের কোনও বৈধ কাগজপত্র দেখাতে না পারায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের দাবি, দুই থেকে তিনদিন আগে অবৈধভাবে কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল অভিযুক্ত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্দেহভাজন ওই বাংলাদেশি নাগরিকের নাম বেবি বিশ্বাস। বাবার নাম মৃত আলমগির খান। বয়স ২০ বছর। বাংলাদেশের বরিশাল জেলায় বাড়ি ওই যুবতীর। শনিবার এনআরএস হাসপাতালের সামনে উদ্দেশ্যবিহীনভাবে তাঁকে ঘুরতে দেখে সন্দেহ হয় পুলিশে। আটক করে জিজ্ঞাসাবাদের সময় পুলিশ জানতে পারেন তিনি বাংলাদেশের নাগরিক। পুলিশ তাঁর কাছে বৈধ কাগজপত্র দেখতে চাইলে তা দেখাতে পারেনি অভিযুক্ত। এরপরই গ্রেপ্তার করা হয় বেবি বিশ্বাসকে। অভিযুক্তের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টে মামলা রুজু করেছে পুলিশ। আগামিকাল আদালতে তোলা হবে তাঁকে।
এদিকে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ওই যুবতী দু-তিনদিন আগে সীমান্ত পেরিয়ে এরাজ্যে প্রবেশ করেন। এরপর শিয়ালদহের একটি গেস্ট হাউসে আশ্রয় নেন। শিয়ালদহের ঠিক কোন গেস্ট হাউসে তিনি আশ্রয় নিয়েছিলেন তা জানার চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি, ঠিক কি কারণে তিনি ভারতে এসেছেন এবং গত তিন দিন ধরে কোথায় কার কার সঙ্গে সাক্ষাৎ করেছেন সবটা জানার চেষ্টা করছে এন্টালি থানার পুলিশ।
উল্লেখ্য, বাংলাদেশে হাসিনা বিদায়ের পর সক্রিয় হয়ে উঠেছে একাধিক মৌলবাদী সংগঠন। সীমান্ত পেরিয়ে ভারতের মাটিতে সন্ত্রাসবাদের জাল বেছানোর চেষ্টা চলছে। সম্প্রতি অসম, কেরল ও পশ্চিমবঙ্গ থেকে আনসারুল্লা বাংলা টিম নামে জঙ্গি সংগঠনের একাধিক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া এই যুবতীর সঙ্গে এমন কোনও মৌলবাদী সংগঠনের যোগ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।