সুদীপ রায়চৌধুরী: মঙ্গলেই প্রকাশ পাচ্ছে খসড়া ভোটার তালিকা। তার আগেই আজ সোমবার বুথ লেভেল আধিকারিক অর্থাৎ বিএলওদের কাছে পৌঁছে গেল খসড়া তালিকা। জানা যাচ্ছে, বিএলওদের কাছে থাকা নির্দিষ্ট অ্যাপে সেই খসড়া তালিকা দেখা যাচ্ছে। শুধু তাই নয়, একেবারে বুথ ধরে ভোটারদের নাম তালিকায় দেখা যাচ্ছে বলেও খবর। তা যদিও জনসাধারণের জন্য নয়। মঙ্গলবার ১২টা নাগাদ বাংলার ভোটার তালিকার খসড়া কমিশনের তরফে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। একেবারে শেষ মুহূর্তে প্রস্তুতি কমিশনের তরফে নেওয়া হচ্ছে। শেষ মুহূর্তে কোথাও যাতে কোনও সমস্যা না হয়, তাও ঝালিয়ে নিচ্ছেন আধিকারিকরা। এরপর তা সাধারণ মানুষ দেখতে পারেন। শুধু তাই নয়, খসড়া তালিকা প্রকাশের পরেই তা অনলাইন এবং অফলাইন অর্থাৎ দুটি প্ল্যাটফর্মেই দেখতেই পারবেন। কিন্তু কীভাবে?
কমিশন সূত্রের খবর, দুপুরের পরেই বিডিও অফিসে খসড়া তালিকা পৌঁছে যাবে। সেখান থেকে খুব সহজেই তালিকায় নাম আছে কিনা তা জেনে নেওয়া সম্ভব। এছাড়াও সংশ্লিষ্ট বিএলওদের কাছেও তালিকা থাকবে। সেখান থেকে নাম তালিকায় আছে কিনা তা জেনে নেওয়া সম্ভব। এছাড়াও অনলাইনের মাধ্যমেও খসড়া ভোটার তালিকা দেখার সুযোগ থাকছে ভোটারদের জন্য। এজন্য কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইট- https://ceowestbengal.wb.gov.in/SIR এবং https://voters.eci.gov.in/ -এ ক্লিক করে তালিকা দেখা যাবে। পাশাপাশি অ্যাপ থেকেও খুব সহজেই নাম আছে কিনা তা জেনে নেওয়ার সুযোগ রয়েছে। কমিশন সূত্রে খবর, এজন্য মোবাইলে ডাউনলোড করতে হবে ECINET অ্যাপ।
কমিশন সূত্রে আরও জানা যাচ্ছে, মৃত, নিখোঁজ কিংবা যাঁদের ফর্ম সংগ্রহ করা সম্ভব হয়নি, খসড়া তালিকায় তালিকায় তা থাকবে। এমনকী ডপ্লুকেট তালিকাও খসড়ায় থাকবে বলে জানা গিয়েছে। যারা এনুমারেশন ফর্ম ফিলআপ করেছেন, থাকবে তাঁদের নাম। এই তালিকায় প্রকাশের পরেই যাঁদের নাম নিয়ে সন্দেহ, তাঁদের ডাকা হবে শুনানির জন্য। কমিশন নিযুক্ত এইআরও এবং ইআরও তা করবেন। তবে তা কোথায়, কবে হবে তা পরবর্তীতে কমিশনের তরফে জানিয়ে দেওয়া হবে বলেই খবর।
ভোটার তালিকায় খসড়া তালিকায় নাম না থাকলে কি করবেন?
কমিশন সূত্রে জানা গিয়েছে, খসড়া তালিকায় নাম না থাকলে নতুন করে নাম তোলার জন্যে আবেদন করতে হবে। এজন্য ফর্ম ৬ পূরণ করে Annexure-IV এর সঙ্গে জমা করতে হবে। এছাড়াও বুথ লেভেল আধিকারিকের কাছে বা অনলাইনের মাধ্যমেও আবেদন করা যাবে।
