shono
Advertisement
Mamata Banerjee

ফের সেরার শিরোপা, জলশক্তি মন্ত্রকের বিচারে শীর্ষস্থানে বাংলার প্রকল্প

কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত সকলকে মুখ্যমন্ত্রী আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
Published By: Suhrid DasPosted: 03:06 PM Nov 12, 2025Updated: 03:06 PM Nov 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও একটি সেরার শিরোপা। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আরও একটি প্রকল্পকে সেরা ঘোষণা করা হল। রাজ্য সরকারের নবদিগন্ত টাউনশিপ অথোরিটি(এনডিআইটিএ) জল সংরক্ষণ ও পরে পরিষেবার আকারে বাসিন্দাদের মধ্যে পৌঁছে দেওয়ার কাজ শুরু করে। সেই কাজই এবার কেন্দ্রীয় সরকারের জলশক্তি মন্ত্রকের বিচারে শীর্ষ স্থান অর্জন করেছে। ২০২৪ সালের ষষ্ঠ জাতীয় জল পুরস্কার পাচ্ছে রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন এক্স হ্যান্ডেলে এদিন বার্তা দিয়েছেন। এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত সকলকে মুখ্যমন্ত্রী আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

Advertisement

রাজ্যে একাধিক প্রকল্প চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়। বাংলার কন্যাশ্রী প্রকল্প বিশ্ববন্দিত। ছাত্রীদের পড়াশোনার জন্য রাজ্য সরকারের প্রকল্প রয়েছে। সেই প্রকল্পের মাধ্যমে বাংলার মেয়েরা শিক্ষাজগতে আরও এগিয়ে এসেছে। জলসম্পদকে ধরে রাখা ও মানুষের ব্যবহারের জন্যও মুখ্যমন্ত্রী ভাবনাচিন্তা শুরু করেছিলেন। বৃষ্টির জল ধরে পরে সেটি ব্যবহারের বার্তা দেন মুখ্যমন্ত্রী। 'জল ধরো, জল ভরো' প্রকল্পে পুকুর, জলাশয়, খনন করা হয়েছে রাজ্যের বিভিন্ন এলাকায়। কৃষিকাজের পাশাপাশি মাছচাষও হচ্ছে। প্রান্তিক এলাকার উন্নয়নে রাজ্য সরকার আরও বেশি পদক্ষেপ করছে।

 

এবার কেন্দ্রীয় সরকারের জলশক্তি মন্ত্রক রাজ্য সরকারের নবদিগন্ত টাউনশিপ অথোরিটি(এনডিআইটিএ)কে সেরার শিরোপা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। ২০২৪ সালের এই তালিকা ঘোষণা হয়েছে। সেখানেই প্রথম স্থানে আছে বাংলা। আগামী ১৮ নভেম্বর এই পুরষ্কার দেওয়া হবে বলে খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সেই সুখবর এক্স হ্যান্ডেল বার্তায় জানিয়েছেন। মুখ্যমন্ত্রী লিখেছেন, "এই স্বীকৃতি সুসংহত জল সরবরাহ এবং নগর স্থিতিস্থাপকতার প্রতি আমাদের প্রতিশ্রুতির একটি প্রমাণ। যারা এটি সম্ভব করেছেন তাদের সকলকে এবং সকল অংশীদারদের আন্তরিক অভিনন্দন।"

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আরও একটি সেরার শিরোপা।
  • কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আরও একটি প্রকল্পকে সেরা ঘোষণা করা হল।
Advertisement