shono
Advertisement

Breaking News

বিমান-সূর্যদের বিদায়! সিপিএমের পরবর্তী রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম

পার্টি ভাগের পর এই প্রথম রাজ্য সম্পাদক পদে কোনও সংখ্যালঘু মুখ।
Posted: 04:37 PM Mar 17, 2022Updated: 07:17 PM Mar 17, 2022

বুদ্ধদেব সেনগুপ্ত: আলিমুদ্দিনের সমস্ত হিসেবনিকেশ উলটেপালটে গেল। রাজ্য সম্মেলন শেষ হতে না হতেই পরবর্তী রাজ্য সম্পাদকের নাম ঘোষণা করে দিল সিপিএম (CPM)।  সূর্যকান্ত মিশ্রর যুগের অবসানের পর নতুন রাজ্য সম্পাদক হলেন পলিটব্যুরো সদস্য তথা প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম (Md Selim)।  যদিও এই দৌড়ে শ্রীদীপ ভট্টাচার্যর নাম ঘোরাফেরা করছিল। কিন্তু শেষ মুহূর্তে সব জল্পনাই উলটেপালটে গেল। রাজনৈতিক মহলের একাংশের মত, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর মতামত এবং প্রভাব এক্ষেত্রে ভালভাবে কাজ করেছে। এছাড়া দলের নয়া নিয়ম মেনে বয়স্করা বাদ পড়লেন রাজ্য কমিটি থেকে। বিমান বসু (Biman Basu), সূর্যকান্ত মিশ্র (Suryakanta Mishra)-সহ মোট ১২ জন বাদ পড়েছেন বলে খবর। 

Advertisement

 

তিনদিনের রাজ্য সম্মেলনের শেষদিন নতুন রাজ্য সম্পাদক ঘোষণার অপেক্ষাতেই ছিলেন সকলে। দলের দীর্ঘদিনের একনিষ্ঠ কমরেড শ্রীদীপ মুখোপাধ্যায়ের নাম ঘোরাফেরা করছিল। মহম্মদ সেলিমের নাম নিয়েও দু-একবার আলোচনাও হয়েছে। তবে দিনশেষে তিনিই রাজ্য সম্পাদকের পদে নির্বাচিত হলেন। পার্টি ভাগের পর এই প্রথম রাজ্য সম্পাদক হলেন কোনও সংখ্যালঘু ব্যক্তি। যা বামপন্থী ইতিহাসের নতুন অধ্যায়। ব্যাপক রদবদল হয়েছে সিপিএমের রাজ্য কমিটিতে। প্রবীণ রাজনীতিকরা প্রায় সকলেই বাদ পড়েছেন। বিমান বসু, সূর্যকান্ত মিশ্রর পাশাপাশি নতুন রাজ্য কমিটিতে ঠাঁই হয়নি নেপালদেব ভট্টাচার্য, মৃদুল দে, মিনতি ঘোষ, গৌতম দেবদের।

[আরও পড়ুন: ‘কাশ্মীর ফাইলস’ দেখে অনুপম খেরকে জোকারের সঙ্গে তুলনা কঙ্গনার!]

অন্যদিকে, গড়বেতার দোর্দণ্ডপ্রতাপ নেতা তথা পশ্চিম মেদিনীপুরের বর্তমান জেলা সম্পাদক সুশান্ত ঘোষ (Susanta Ghosh) এলেন রাজ্য কমিটিতে। সদস্য হয়েছেন আসানসোলের সিপিএম প্রার্থী পার্থ মুখোপাধ্যায়। এছাড়া DYFI-SFI নেতৃত্বের কয়েকজনকে রাজ্য কমিটির স্থায়ী সদস্য হিসেবে আনা হয়েছে। DYFI রাজ্য সম্পাদক মীনাক্ষি মুখোপাধ্যায়, সৃজন ভট্টাচার্য আমন্ত্রিত সদস্য ছিলেন, এবার স্থায়ীভাবে ঢুকে গেলেন রাজ্য কমিটিতে। বঙ্গ সিপিএমের সংগঠনে এত রদবদল নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

[আরও পড়ুন: নীরব মোদি কাণ্ডের পর ফের আর্থিক প্রতারণার শিকার PNB, এবার ২ হাজার কোটি টাকার ধাক্কা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement