shono
Advertisement
Rajasthan

রাজস্থানের হোটেলে বিধ্বংসী আগুন, মৃত অন্তত ৪, সন্তানকে নিচে ছুড়ে ফেললেন মা!

আহত বহু।
Published By: Subhodeep MullickPosted: 01:53 PM May 01, 2025Updated: 03:25 PM May 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থানের হোটেলে বিধ্বংসী আগুন। দম বন্ধ হয়ে এখনও পর্যন্ত অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহতের সংখ্যা বহু। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। ভয়ংকর আগুন থেকে সন্তানকে বাঁচাতে হোটেলের তিনতলার জানলা দিয়ে তাকে নিচে ছুড়ে ফেললেন এক মহিলা। তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

Advertisement

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ রাজস্থানের আজমের শহরে অবস্থিত হোটেলটিতে আচমকা আগুন লেগে যায়। সেই সময়ে ভিতরে ছিলেন অনেকে। লেলিহান শিখা দ্রুত হোটেলটির অন্য অংশে ছড়িয়ে পড়ে। এরপরই প্রাণ বাঁচাতে জানলা দিয়ে ঝাঁপ দিতে শুরু করেন একের পর এক মানুষ। যার জেরে হুলস্থুল পরিস্থিতি সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল। কীভাবে লাগল আগুন? প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।     

পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় এখনও পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন এক মহিলা এবং শিশু। মনে করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। গুরুতর আহত অবস্থায় মোট আটজনকে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাছাড়া বেশ কয়েকজনের স্বল্প আঘাতও রয়েছে। হোটেলটি ঘিঞ্জি এলাকায় অবস্থিত হওয়ার কারণে আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। দমকল সূত্রে খবর, আগুন আপাতত নিয়ন্ত্রণে। আর কেউ হোটেলের ভিতরে আটকে নেই। 

আজমের পুলিশের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গজেন্দ্র সিং রাঠোর বলেন, "আগুন প্রায় নিভে গিয়েছে। আর কেউ হোটেলে আটকে নেই। গোটা ঘটনার তদন্ত করা হবে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাজস্থানের একটি হোটেলে বিধ্বংসী আগুন।
  • দম বন্ধ হয়ে এখনও পর্যন্ত অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর।
  • কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা।
Advertisement