shono
Advertisement
Manoj Oraon

বিধানসভায় ফের তুলকালাম, সাসপেন্ড বিজেপি বিধায়ক মনোজ ওঁরাও

Published By: Sayani SenPosted: 12:46 PM Jun 16, 2025Updated: 01:09 PM Jun 16, 2025

সন্দীপ চক্রবর্তী: সপ্তাহের শুরুতে ফের উত্তপ্ত রাজ্য বিধানসভা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সময় তুমুল হই হট্টগোল করেন বিজেপি বিধায়করা। এরপরই কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ ওঁরাওকে সাসপেন্ড করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদে ওয়াকআউট বিজেপির।

Advertisement

সোমবার বিজেপির শিক্ষক সেলের বিধায়করা মুলতুবি প্রস্তাব জমা দেন। রাজ্যের শিক্ষাব্যবস্থার বর্তমান অবস্থা নিয়ে আলোচনা চান বিজেপি বিধায়করা। এছাড়া সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ২৬ হাজার চাকরিহারাদের ভবিষ্যৎ কী, তা নিয়েও বিধানসভায় আলোচনা চান পদ্মশিবিরের বিধায়করা। তবে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তাঁদের জানান, এই বিষয়টি বিচারাধীন। তাই এই বিষয়ে বিধানসভায় আলোচনা সম্ভব নয়। কিন্তু বিজেপির দাবি, এমন একাধিক বিচারাধীন বিষয় নিয়ে অতীতে বিধানসভায় কথা হয়েছে। তাই এক্ষেত্রে আপত্তি কীসের? এরপর বিজেপি বিধায়করা স্লোগান দিতে থাকেন। চিৎকার করতে থাকেন।

সেই সময় আবার বিধানসভায় কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে বক্তব্য রাখছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি বিধায়করা হই হট্টগোল করতে শুরু করেন। এরপরই মনোজ ওঁরাওকে সাসপেন্ড করা হয়। বিধায়কের দাবি, মার্শাল ডেকে তাঁকে বের করে দেওয়া হয়। তবে কতদিনের জন্য সাসপেনশন, তা এখনও স্পষ্ট নয়। প্রতিবাদে বিধানসভা থেকে ওয়াকআউট করে বিজেপি। এরপর বিধানসভার সিঁড়িতে বসে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। সামনে রাখা তুলসি গাছ। বিজেপি বিধায়কদের দাবি, ন্যায্য বিষয়ে কথা বলতে গেলেই তাঁদের সাসপেন্ড করে মুখ বন্ধ করার চেষ্টা করা হয়। সবমিলিয়ে একেবারে দফায় দফায় উত্তপ্ত বিধানসভা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সপ্তাহের শুরুতে ফের উত্তপ্ত রাজ্য বিধানসভা।
  • কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ ওঁরাওকে সাসপেন্ড করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
  • প্রতিবাদে ওয়াকআউট বিজেপির।
Advertisement