shono
Advertisement
Mamata Banerjee

‘গান্ধী’ মুছে 'রামজি' কেন্দ্রের, বাপুর সম্মানে মহাত্মার নামেই কর্মশ্রীর নামকরণ মমতার

১০০ দিনের কাজের প্রকল্পের নাম বদলের পথে কেন্দ্র।
Published By: Kousik SinhaPosted: 03:52 PM Dec 18, 2025Updated: 05:58 PM Dec 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১০০ দিনের কাজ প্রকল্পকে ‘গান্ধীহীন’ করার পথে আরও একধাপ মোদি সরকারের! বিরোধীদের তুমুল হইহট্টগোলের মধ্যেই সংখ্যা বলে ‘জিরামজি’ বিল লোকসভায় পাশ করানো হল। কেন্দ্রের এহেন সিদ্ধান্তের বিরুদ্ধেই সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুধু তাই নয়, রাজ্যের কর্মশ্রী প্রকল্পের নাম বদলে মহাত্মা গান্ধীর নামে 'মহাত্মা-শ্রী' রাখা হবে বলেও ঘোষণা করেন তিনি। একই সঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারকে একহাত নিয়ে মমতা বলেন, ''মনরেগা প্রকল্প থেকে গান্ধীর নাম বাদ যাওয়া লজ্জার। যদি তারা জাতির পিতাকে সম্মান দিতে না পারে, তাহলে আমরা করব।'' 

Advertisement

বৃহস্পতিবার ধনধান্য অডিটোরিয়ামে বাণিজ্য সম্মেলনে যোগ দেন প্রশাসনিক প্রধান। সেখানেই ১০০ দিনের কাজের প্রকল্পের নাম বদল নিয়ে সরব হন তিনি। বলেন, ''মনরেগা (১০০ দিনের কাজের প্রকল্প) থেকে মহাত্মা গান্ধীর নাম বাদ দেওয়া হল! লজ্জা হচ্ছে, আমরা জাতির জনককে ভুলে যাচ্ছি।'' এরপরেই বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকেই কর্মশ্রী প্রকল্পের নাম 'মহাত্মা-শ্রী' নামে রাখা হবে বলে জানান। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, নেতাজি থেকে শুরু করে গান্ধীজি, সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের আমরা সম্মান দিতে জানি।

বলে রাখা প্রয়োজন, মঙ্গলবার ১০০ দিনের কাজের প্রকল্পের নাম বদলে বিল পেশ করেন শিবরাজ চৌহান। মনরেগা বা MGNREGA (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act)-এর নাম পরিবর্তন করে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ) বা VB-G RAM-G (সংক্ষেপে জি রাম জি) করার প্রস্তাব দেওয়া হয় ওই বিলে। প্রস্তাবিত বিলে ১০০ দিনের কাজের পরিমাণ ১০০ দিন থেকে বাড়িয়ে ১২৫ দিন করার প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ ৯০ শতাংশ থেকে কমিয়ে ৬০ শতাংশ করা হচ্ছে। এর ফলে রাজ্যগুলির উপর চাপ বাড়ছে। কেন্দ্রের এহেন সিদ্ধান্তের বিরুদ্ধে ইতিমধ্যে সরব হয়েছে বিরোধীরা।

শুধু তাই নয়, সংসদের বাইরেও ১০০ দিনের কাজ প্রকল্প থেকে গান্ধীর নাম সরানো নিয়ে বিক্ষোভ দেখায় বিরোধী শিবির। ব্যানার, পোস্টার হাতে সংসদ চত্বরে মিছিল করেন ইন্ডিয়া ব্লকের শীর্ষ নেতারা। কংগ্রেসের তরফে সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গেরা মিছিলে ছিলেন। এমনকী আজ বৃহস্পতিবারও তৃণমূলের তরফে বিক্ষোভ দেখানো হয়। যেখানে তাঁদের স্পষ্ট বক্তব্য, বিলের নাম থেকে গান্ধীকে সরানো যাবে না। এর মধ্যে এবার এই ইস্যুতে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ১০০ দিনের কাজ প্রকল্পকে ‘গান্ধীহীন’ করার পথে আরও একধাপ মোদি সরকারের!
  • কেন্দ্রের এহেন সিদ্ধান্তের বিরুদ্ধেই সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Advertisement