shono
Advertisement
WB Medical Council

'অবসরের সময় পেরনোর পরেও পদে', রাজ্য মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রারকে স্বেচ্ছায় পদত্যাগের পরামর্শ হাই কোর্টের

শুক্রবার বিকেল ৫টার মধ্যে পদত্যাগের ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে তাঁকে।
Published By: Sayani SenPosted: 07:08 PM Jan 30, 2025Updated: 07:10 PM Jan 30, 2025

গোবিন্দ রায়: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রার মানস চক্রবর্তীকে স্বেচ্ছায় পদত্যাগের পরামর্শ কলকাতা হাই কোর্টের। শুক্রবার বিকেল ৫টার মধ্যে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে তাঁকে। যদি স্বেচ্ছায় পদত্যাগ না করেন তাহলে তাঁকে ওই পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশিকাও জারি করতে হবে বলেই জানান প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।

Advertisement

২০১৯ সালে ১ নভেম্বর, রাজ্য মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রার মানস চক্রবর্তীর মেয়াদ শেষ হয়েছে। অবসরের সময়সীমা পেরনোর পরেও স্বপদে বহাল তিনি। অবসরের সময়সীমা পেরনোর পর স্বপদে বহাল থাকার জন্য সরকারের আগাম অনুমোদন প্রয়োজন হয়। তা-ও দেওয়া হয়নি। তা সত্ত্বেও অবসরের সময়সীমা পেরিয়ে যাওয়ার পর কীভাবে স্বপদে বহাল রয়েছেন মানসবাবু, সে প্রশ্ন করেন হাই কোর্টের প্রধান বিচারপতি। আদালতের পর্যবেক্ষণ, মানসবাবুর রেজিস্ট্রার পদে আসীন থাকার কোনও অধিকার নেই।

সে কারণে তাঁকে শুক্রবার বিকেল ৫টার মধ্যে স্বেচ্ছায় পদত্যাগের পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতি। স্বেচ্ছায় পদত্যাগ না করলে তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দে জারি করেছেন প্রধান বিচারপতি। আগামী ৭ ফেব্রুয়ারি রাজ্য মেডিক্যাল কাউন্সিলে নিয়োগের পরীক্ষা রয়েছে। তার আগে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির এই নির্দেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাজ্য মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রার মানস চক্রবর্তীকে স্বেচ্ছায় পদত্যাগের পরামর্শ কলকাতা হাই কোর্টের।
  • শুক্রবার বিকেল ৫টার মধ্যে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে তাঁকে।
  • যদি স্বেচ্ছায় পদত্যাগ না করেন তাহলে তাঁকে ওই পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশিকাও জারি করতে হবে বলেই জানান প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম
Advertisement