shono
Advertisement

Panchayat Election 2023: মক্কায় বসে কীভাবে মিনাখাঁয় মনোনয়ন? ডিআইজি সিআইডিকে তদন্তের নির্দেশ হাই কোর্টের

Posted: 05:35 PM Jul 20, 2023Updated: 05:35 PM Jul 20, 2023

গোবিন্দ রায়: মক্কায় বসে মিনাখাঁয় মনোনয়ন জমার ঘটনায় ডিআইজি সিআইডিকে তদন্তের নির্দেশ কলকাতা হাই কোর্টের। তদন্তে নজরদারি করবেন অবসরপ্রাপ্ত বিচারপতি দেবীপ্রসাদ দে। চার সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি। সে সময় তদন্তের গতিপ্রকৃতি নিয়ে রিপোর্ট হাই কোর্টে জমা দিতে হবে।

Advertisement

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement