shono
Advertisement
Calcutta HC

এবার থেকে নাবালক-নাবালিকাদেরও আগাম জামিনের অধিকার, ঐতিহাসিক রায় হাই কোর্টের

তিন বিচারপতির বৃহত্তর বেঞ্চের এই নির্দেশ ঐতিহাসিক বলেই মত আইনজীবী মহলের।
Published By: Sayani SenPosted: 09:57 PM Nov 14, 2025Updated: 10:03 PM Nov 14, 2025

গোবিন্দ রায়: বৃহত্তর বেঞ্চে মতবিরোধ থাকলেও এবার থেকে কোনও অপরাধে অভিযুক্ত নাবালক-নাবালিকার আগাম জামিনের অধিকারের পক্ষে মত দিল কলকাতা হাই কোর্ট। রক্ষাকবচের আবেদন জানিয়ে এক নাবালকের পরিবারের আনা মামলায় শুক্রবার জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। এনিয়ে তিন বিচারপতির বৃহত্তর বেঞ্চের এই নির্দেশ ঐতিহাসিক বলেই মত আইনজীবী মহলের। কারণ এপর্যন্ত তারা গ্রেপ্তারের পর জামিনে মুক্তি পাবে কিনা সেটা নির্ভর করত জুভেনাইল বোর্ডের সদস্যদের উপর। কিন্তু জুভেনাইল জাস্টিস বোর্ডে আগাম জামিন বা রক্ষাকবচ পেতেন না নাবালক-নাবালিকারা।

Advertisement

আদালতের সূত্রের খবর, প্রাপ্তবয়স্করা যদি অভিযোগের প্রেক্ষিতে আগাম জামিনের আবেদন এই রক্ষাকবচ পেতে পারে, তাহলে নাবালক নাবালিকারা নয় কেন? আবেদনে এ-ও দাবি করা হয়, একটা শিশুর নাগরিক অধিকার রয়েছে তার বাবা-মা ও পরিবারের কাছে থাকার। সে যদি এই অধিকার থেকে বঞ্চিত হয় তাহলে তার নাগরিক অধিকার খর্ব হচ্ছে। যদিও এর আগে নাবালক বা নাবালিকাদের এই আগাম জামিনের আবেদন ফিরিয়ে দিয়ে ছিলে হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা যায় হাই কোর্টের ডিভিশন বেঞ্চে। সেখানে নাবালক নাবালিকার আগাম জামিন নিয়ে দ্বিমত প্রসন করেন ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি। ফলে মামলার নিষ্পত্তিতে গঠিত হয় বৃহত্তর বেঞ্চ।

বিচারপতি জয় সেনগুপ্ত, বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ও বিচারপতি বিভাস পট্টনায়কের বেঞ্চে ২০২১ সাল থেকে এপর্যন্ত চার বছর শুনানি শেষে শুক্রবার রায় দেয় আদালত। এদিনও রায়ে বিচারপতি সেনগুপ্ত ও বিচারপতি ঘোষ নাবালক ও নাবালিকাদের আগাম জামিনের আবেদনের পক্ষে মত দিলেও তার বিরোধিতা করেন বিচারপতি পট্টনায়েক। যেহেতু তিন সদস্য বিচারপতির মধ্যে সংখ্যাগরিষ্ঠ বিচারপতি পক্ষে মত দিয়েছেন তাই এই রায়ের ফলে এবার থেকে যে কোনো নাবালক অভিযুক্ত হলে সে আগাম জামিনের আবেদন করতে পারবে। মামলার বিচার পড়বে কেন্দ্র ও রাজ্যের তরফেও নাবালিকাদের রক্ষাকবচের নাগরিক অধিকারের পক্ষে মত দেয় কৌশলীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এবার থেকে কোনও অপরাধে অভিযুক্ত নাবালক-নাবালিকার আগাম জামিনের অধিকারের পক্ষে মত দিল কলকাতা হাই কোর্ট।
  • রক্ষাকবচের আবেদন জানিয়ে এক নাবালকের পরিবারের আনা মামলায় শুক্রবার জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট।
  • এনিয়ে তিন বিচারপতির বৃহত্তর বেঞ্চের এই নির্দেশ ঐতিহাসিক বলেই মত আইনজীবী মহলের।
Advertisement