গোবিন্দ রায়: 'অভয়া' কাণ্ডে অভিযুক্ত হিসেবে দুজন - সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলের জামিনের পর থেকে নয়া মাত্রা নিয়েছে প্রতিবাদ। সঠিক বিচারের দাবিতে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস নতুন করে অবস্থান বিক্ষোভে বসতে চলেছে। ধর্মতলা চত্বরে সেই ধরনায় পুলিশ অনুমতি না দিলেও কলকাতা হাই কোর্টে সরল সেই বাধা। বৃহস্পতিবার উচ্চ আদালত চিকিৎসকদের সেই ধরনার অনুমতি দিল বিশেষ শর্ত সাপেক্ষে। ১৮ থেকে ২৬ ডিসেম্বর চৌরঙ্গী রোডে চলবে এই কর্মসূচি। তবে শর্ত নিয়ে চূড়ান্ত নির্দেশ দেওয়া হবে শুক্রবার।
১৮ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত ধর্মতলায় ধরনার অনুমতি চেয়ে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস চিঠি দিয়েছিল কলকাতার পুলিশ কমিশনারকে। তাতে অনুমতি মেলেনি। সেই কারণে ১৭ তারিখ ধরনার অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তাঁরা। বুধবার শুনানির কথা থাকলেও তা বৃহস্পতিবার সেই ধরনার অনুমতি দিয়েছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ। জানানো হয়েছে, চৌরঙ্গী রোডের উপর অবস্থান বিক্ষোভ করতে পারবে। সর্বাধিক ২০০ জনকে নিয়ে বিক্ষোভের অনুমতি দেওয়া হয়েছে। তবে বেশ কিছু শর্ত মানতে হবে। শুক্রবার সেসব চূড়ান্ত হবে বলে উচ্চ আদালত সূত্রে জানা গিয়েছে।
'অভয়া' কাণ্ডে সন্দীপ, অভিজিতের জামিনের বিরোধিতা, সিবিআই-কে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া-সহ একগুচ্ছ দাবিতে ধর্মতলায় ধরনায় বসার সিদ্ধান্ত নেন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। ১৮ থেকে ২৬ ডিসেম্বর ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে অস্থায়ী বিক্ষোভ মঞ্চ তৈরি করতে চেয়েছিলেন সংগঠনের সদস্যরা। কিন্তু ডোরিনা ক্রসিংয়ের বদলে একটু দূরে - চৌরঙ্গী রোডের উপর এই অবস্থানের অনুমতি দিল হাই কোর্ট। ২০০ জনকে নিয়ে ২৬ তারিখ পর্যন্ত বিক্ষোভ অবস্থান চলবে। তার প্রস্তুতিও শুরু হয়েছে।
এদিকে, আগামী ২৪ ডিসেম্বর সিবিআইকে আর জি করের ঘটনার তদন্তের যাবতীয় নথি হাই কোর্টে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কোনওভাবেই শুনানি বন্ধ করা যাবে না বলেও এদিন স্পষ্ট নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বিচারপতি ঘোষ জানিয়ে দেন, আর জি কর মামলার তদন্ত কীভাবে এগোচ্ছে তা নিয়ে আগামী ২৪ ডিসেম্বর আদালতে রিপোর্ট পেশ করতে হবে সিবিআইকে। একই সঙ্গে ১৫দিন পর পর তদন্তে অগ্রগতির রিপোর্ট নেওয়া যায় কিনা, এ ব্যাপারেও ওই দিনের শুনানিতে আদালত সিদ্ধান্ত নেবে।