shono
Advertisement
Murshidabad

কী পদক্ষেপ করেছে রাজ্য? বেলডাঙায় অশান্তির ঘটনায় রিপোর্ট তলব হাই কোর্টের

মুর্শিদাবাদের বেলডাঙায় অশান্তির ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাই কোর্টের বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ। আজ, বুধবারই এই রিপোর্ট দিতে হবে।
Published By: Tiyasha SarkarPosted: 10:44 AM Nov 20, 2024Updated: 01:34 PM Nov 20, 2024

গোবিন্দ রায়: মুর্শিদাবাদের বেলডাঙায় অশান্তির ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাই কোর্টের বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ। আজ, বুধবারই এই রিপোর্ট দিতে হবে। আদালতের নির্দেশ, ওই রিপোর্টে জানাতে হবে সেদিন ঠিক কি ঘটনা ঘটেছিল এবং তার মোকাবিলায় পুলিশ কী কী পদক্ষেপ নিয়েছে।

Advertisement

দুই গোষ্ঠীর সংঘর্ষে শনিবার রাতে অশান্ত হয়ে উঠেছিস মুর্শিদাবাদের (Murshidabad) বেলডাঙা। পরবর্তীতে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি করা হয়। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। এই ঘটনায় হাই কোর্টে জনস্বার্থ মামলা হয়। মামলা করেন আইনজীবী তথা বিজেপি নেতা কৌস্তব বাগচী। আদালতে পুলিশের ব্যর্থতাকেই কাঠগড়ায় তুলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন জানান কৌস্তভ। পাশাপাশি, গোটা ঘটনার তদন্তভার এনআইএয়ের হাতে তুলে দেওয়ার আবেদন জানান তিনি।

সেই মামলার প্রেক্ষিতেই রাজ্যের কাছে রিপোর্ট চেয়েছে আদালত। ডিভিশন বেঞ্চের বক্তব্য, "মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, সেটাই প্রাথমিক দায়িত্ব।" কেউ ঘরছাড়া থাকলে তাকে ঘরে ফেরাতে হবে বলেও স্পষ্ট করেছেন বিচারপতি। আদালতের প্রাথমিক পর্যবেক্ষণ, মানুষের নিরাপত্তা এবং আইন - শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা কেন্দ্র - রাজ্য উভয়ের দ্বায়িত্ব বলে মন্তব্য করে ডিভিশন বেঞ্চ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মুর্শিদাবাদের বেলডাঙায় অশান্তির ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাই কোর্টের বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ।
  • আজ, বুধবারই এই রিপোর্ট দিতে হবে।
  • আদালতের নির্দেশ, ওই রিপোর্টে জানাতে হবে সেদিন ঠিক কি ঘটনা ঘটেছিল এবং তার মোকাবিলায় পুলিশ কী কী পদক্ষেপ নিয়েছে।
Advertisement