shono
Advertisement
Thakurpukur

ঝড়ের গতিতে বাজারে ঢুকল গাড়ি, পরপর পথচারীকে ধাক্কা, ঠাকুরপুকুরে তুমুল উত্তেজনা

অভিযোগ, দুর্ঘটনা ঘটা সত্ত্বেও কাউন্সিলর কিছুই করছেন না।
Published By: Sayani SenPosted: 12:12 PM Apr 06, 2025Updated: 12:16 PM Apr 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবারের বাজার। এমনিই ভিড়ে ঠাসা। সেখানে আচমকাই ঝড়ের গতিতে ঢুকে পড়ে একটি গাড়ি। একের পর এক কমপক্ষে ৮-১০ জনকে ধাক্কা মারে ওই গাড়িটি। এই ঘটনাকে কেন্দ্র করে ঠাকুরপুকুরে তুমুল উত্তেজনা। এই ঘটনায় দু'জনকে আটক করেছে পুলিশ।

Advertisement

ঘড়ির কাঁটায় তখন সাড়ে ৯টা হবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেই সময় ঠাকুরপুকুরে বাজারে ঢুকে পড়ে গাড়িটি। পরপর ৮-১০ জনকে ধাক্কা মারে। অল্পবিস্তর চোটও পান তাঁরা। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পর স্থানীয়রা কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। অভিযোগ, দুর্ঘটনা ঘটা সত্ত্বেও কাউন্সিলর ছন্দা সরকার কিছুই করছেন না।

এলাকাবাসীর দাবি, রাস্তার কাজের জন্য তা প্রায় অবরুদ্ধ। আবার তার উপর বাজার। তার ফলে যাতায়াতের রাস্তা কমে গিয়েছে। তাই নিত্যদিন ঘটছে দুর্ঘটনা। এই ঘটনার ফলে স্বাভাবিকভাবেই এলাকায় তীব্র উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। ঠাকুরপুকুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পরিস্থিতি সামাল দেয়। পুলিশ সূত্রে খবর, এই গাড়িতে থাকা দু'জনকে আটক করা হয়েছে। তারা মদ্যপ থাকায় দুর্ঘটনা নাকি অন্য কিছু, তা এখনও স্পষ্ট নয়।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ঝড়ের গতিতে বাজারে ঢুকল গাড়ি।
  • পরপর পথচারীকে ধাক্কা, ঠাকুরপুকুরে তুমুল উত্তেজনা।
  • অভিযোগ, দুর্ঘটনা ঘটা সত্ত্বেও কাউন্সিলর ছন্দা সরকার কিছুই করছেন না।
Advertisement