shono
Advertisement
RG Kar Case

সিবিআই 'নির্লজ্জ', তোপ অভয়ার মায়ের, কেঁদে ফেলে তদন্তকারী অফিসার বললেন, 'আমিও মা'

হাই কোর্টের নির্দেশে আর জি কর মামলার তদন্ত করছে সিবিআই।
Published By: Kousik SinhaPosted: 06:27 PM Nov 14, 2025Updated: 07:44 PM Nov 14, 2025

অর্ণব আইচ: আর জি কর মামলার শুনানিতে সিবিআইকে 'নির্লজ্জ' বলে তোপ দাগলেন নির্যাতিতার মা। তা শুনেই আদালত কক্ষের বাইরে কাঁদতে কাঁদতে বেরিয়ে এসে সিবিআইয়ের তদন্তকারী অফিসার বললেন, ''আমিও তো মা।'' আজ, শুক্রবার শিয়ালদহ আদালতে আর জি কর মামলার শুনানি ছিল। সেই মামলার শুনানিতেই ঘটনার সাক্ষী থাকেন আইনজীবীরা। অন্যদিকে মামলার শুনানিতে এদিন সপ্তম স্টেটাস রিপোর্ট জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। শুধু তাই নয়, আরজি কর মামলায় গোপন জবানবন্দি দেওয়ারও ইচ্ছাপ্রকাশ করেন নির্যাতিতার মা।

Advertisement

কলকাতা হাই কোর্টের নির্দেশে আরজি কর মামলার তদন্ত করছে সিবিআই। এই মামলার শুনানিতে একাধিকবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। এমনকী সিবিআই তদন্ত নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন নির্যাতিতার পরিবার। এদিনও শিয়ালদহ আদালতে সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন নির্যাতিতার পরিবার। নির্যাতিতার বাবা বিচারককে জানান, ''সিবিআই ক্রিমিনালকে বাঁচানোর জন্য যা করার তাই করছে। ওরা বড় তদন্তকারী সংস্থা।'' এমনকী সিবিআইয়ের তদন্তকারী অফিসার তাঁর ফোন ধরেন না বলেও আদালতে অভিযোগ করেন।

বিচারকের কাছে নির্যাতিতার বাবার অভিযোগ, ''দিল্লিতে গিয়েছিলাম, শীর্ষ আধিকারিকদের সঙ্গে কথা বলার পর তদন্তকারী আধিকারিক মামলা ছেড়ে দেওয়ার কথা বলেন। আদালতে সে কথা জানাতেই অতিরিক্ত চার্জশিট জমা দেওয়া হবে বলে জানায় সিবিআই।'' তবে ঘটনার দিন গুরুত্বপূর্ণ কিছু পাওয়া গিয়েছিল কিনা তা নির্যাতিতার পরিবারের কাছে জানতে চান বিচারক। যদিও তা গোপন জবানবন্দি দিয়ে জানাতে চান বলে এদিন আদালতকে জানান অভয়ার মা। শুধু তাই নয়, শুনানি চলাকালীন এদিন চাঞ্চল্যকর দাবি করেন তিনি।

আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় সিবিআইয়ের তদন্তকারী অফিসার।

শুনানির সময়ের কথা তুলে অভিযোগ করে অভয়ার মা জানান, ''তদন্ত চলাকালীন কী বলতে হবে তা তদন্তকারী অফিসার অভয়ার বাবাকে শিখিয়ে এনেছিল।'' আর এই সওয়াল জবাব চলাকালীন কার্যত উত্তেজিত হয়ে সিবিআইয়ের দিকে আঙুল তুলে অভয়ার মায়ের মন্তব্য, ''ওরা একেবারে নির্লজ্জ।'' পরিস্থিতি কিছুটা শান্ত করার চেষ্টা করেন বিচারক। জানান, ''বাইরে গিয়ে কথা বলুন।'' এরপরেই আদালতের বাইরে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিককে কাঁদতে কাঁদতে বেরিয়ে যেতে দেখা যায়। সেই সময় তাঁর মন্তব্য, ''আমিও তো মা।''

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আরজি কর মামলার শুনানিতে সিবিআইকে 'নির্লজ্জ' বলে তোপ দাগলেন নির্যাতিতার মা।
  • তা শুনেই আদালত কক্ষের বাইরে কাঁদতে কাঁদতে বেরিয়ে এসে সিবিআইয়ের তদন্তকারী অফিসার বললেন, ''আমিও তো মা।''
Advertisement