shono
Advertisement
RG Kar case

নজরে আরও ৩! আর জি কর কাণ্ডে শিয়ালদহ আদালতে স্টেটাস রিপোর্ট জমা সিবিআইয়ের

৩ জনের ফোন কল ডিটেলসে নজরে রেখেছেন তদন্তকারীরা।
Published By: Subhankar PatraPosted: 03:33 PM Mar 28, 2025Updated: 04:19 PM Mar 28, 2025

অর্ণব আইচ: আর জি কর হাসপাতালে চিকিৎসক তরুণীর খুন ও ধর্ষণ কাণ্ডে আরও এক স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই। শুক্রবার শিয়ালদহ আদালতের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় আদালতে ৩ পাতার স্টেটাস রিপোর্ট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই রিপোর্টে বলা হয়েছে, নতুন করে ৩ জনের ফোন কল ডিটেলসে নজর রেখেছেন গোয়েন্দারা। কল ডিটেলস পরীক্ষা করা হচ্ছে। এছাড়াও ঘটনায় নতুন করে ২৪ জনের বয়ান রেকর্ড করা হয়েছে বলেও আদালতে জানিয়েছেন তদন্তকারীরা। এদিকে এদিনই হাই কোর্টেও নির্যাতিতার বাবা-মায়ের দায়ের করা নতুন মামলার শুনানি রয়েছে।

Advertisement

আর জি কর কাণ্ডে দোষী সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড ঘোষণার পরই সিবিআই জানিয়েছিল মামলার তদন্ত তারা চালিয়ে যাবে। মামলার অগ্রগতি কতটা হয়েছে তা জানতে চায় আদালত। সেই মতো এদিন রিপোর্ট জমা দিল সিবিআই। এই স্টেটাস রিপোর্টে মূলত তিনটি বিষয় উঠে এসেছে। এক) নতুন করে তিনজনের নাম, যাঁদের কল ডিটেলস পরীক্ষা করা হচ্ছে। দুই)  নার্স, পুলিশকর্মী মিলিয়ে ২৪ জনের নতুন করে বয়ান রেকর্ড। তিন) এই মামলায় জামিন পাওয়া আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি কোনওভাবে ঘটনার তথ্যপ্রমাণ নষ্ট করেছেন কি না খতিয়ে দেখা হচ্ছে।

তবে যে তিনজনের নাম স্টেটাস রিপোর্ট জমা দেওয়া হয়েছে তাঁরা কারা? সূত্র মারফত জানা গিয়েছে, তাঁরা কোনও না কোনওভাবে হাসপাতালের সঙ্গে যুক্ত। সরাসরি অভিযুক্ত না হওয়ায় তাঁদের নাম সামনে আনেনি সিবিআই।

এদিকে আজ শুক্রবার নির্যাতিতার বাবা-মার দায়ের করা নতুন মামলার শুনানি রয়েছে হাই কোর্টে। আগের শুনানিতে বিচারপতি সিবিআইয়ের থেকে মামলার কেস ডায়েরি তলব করেছেন। প্রশ্ন তুলেছিলেন আর জি করের ঘটনা ধর্ষণ নাকি গণধর্ষণ? গণধর্ষণ হলে বাকি দোষী কারা? 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আর জি কর হাসপাতালে চিকিৎসক তরুণীর খুন ও ধর্ষণ কাণ্ডে আরও একটি স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই।
  • শুক্রবার শিয়ালদহ আদালতের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় আদালতে ৩ পাতার স্টেটাস রিপোর্ট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
  • সেই রিপোর্টে তারা জানিয়েছে, নতুন করে ৩ জনের ফোন কল ডিটেলসে নজর রেখেছে তারা।
Advertisement