shono
Advertisement
Mamata Banerjee

ইদের সকালে পার্ক সার্কাসে রিজওয়ানুরের বাড়িতে মুখ্যমন্ত্রী, সঙ্গী অভিষেক

কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে।
Published By: Tiyasha SarkarPosted: 10:18 AM Mar 31, 2025Updated: 01:17 PM Mar 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইদের সকালে রিজওয়ানুর রহমানের বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। রেড রোডে সকলকে শুভেচ্ছা জানানোর পরই পার্ক সার্কাস চলে যান তাঁরা। লাল মসজিদ থেকে পায়ে হেঁটে যান সাদা মসজিদ পর্যন্ত। এরপরই হাজির হন পার্ক সার্কাসে রিজওয়ানুর রহমানের বাড়িতে। কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে।

Advertisement

ইদের সকালে আমজনতার মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রতিবছরের মতো এবারও সকালে প্রথমে রেড রোডে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে নমাজ পাঠের জন্য হাজির হওয়া মুসলিমদের শুভেচ্ছা জানান। তারপরই অভিষেককে (Abhishek Banerjee) সঙ্গে নিয়ে পার্ক সার্কাস পৌঁছে যান মুখ্যমন্ত্রী। লাল মসজিদের সামনে নেমে পড়েন গাড়ি থেকে। এরপর সেখান থেকে প্রায় এক কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে যান সাদা মসজিদ পর্যন্ত। রাস্তার দুপাশে থাকা আমজনতাকে শুভেচ্ছা জানান তিনি। এরপর রিজওয়ানুরের বাড়ি পৌঁছে যান মুখ্যমন্ত্রী। রিজওয়ানুরের স্মৃতিতে তৈরি বেদিতে মাল্যদান করেন। কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে। বেশ কিছুক্ষণ সেখানে ছিলেন তিনি।

উল্লেখ্য, ২০০৭ সালে রিজওয়ানুরের মৃত্যু নিয়ে উত্তাল হয়েছিল রাজ্য-রাজনীতি। তারপর গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে বহু জল। রিজওয়ানুরের দাদা রুকবানুর বর্তমানে চাপড়ার তৃণমূল বিধায়ক। তাঁর পরিবারের খবরাখবর নিয়মিতই রাখেন মমতা (Mamata Banerjee)। গত বছরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে রিজওয়ানুরের বাড়িতে যান মুখ্যমন্ত্রী। এবারও তার হেরফের হয়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইদের সকালে রিজওয়ানুর রহমানের বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  • রেড রোডে সকলকে শুভেচ্ছা জানানোর পরই পার্ক সার্কাস চলে যান তাঁরা। লাল মসজিদ থেকে পায়ে হেঁটে যান সাদা মসজিদ পর্যন্ত।
  • এরপরই হাজির হন পার্ক সার্কাসে রিজওয়ানুর রহমানের বাড়িতে। কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে।
Advertisement