shono
Advertisement
CM Mamata Banerjee

'ভাষা সন্ত্রাস বন্ধ হবে কি হবে না?', হরিয়ানায় বাংলার শ্রমিকদের দুর্দশায় গর্জন মমতার

'এই অত্যাচার বাংলা সহ্য করবে না', সোশাল মিডিয়া পোস্টে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর।
Published By: Sucheta SenguptaPosted: 06:54 PM Jul 24, 2025Updated: 07:07 PM Jul 24, 2025

মলয় কুণ্ডু: ফের বাংলার পরিযায়ী শ্রমিকদের 'বাংলাদেশি' বলে ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা ও অত্যাচারের অভিযোগ। হরিয়ানা থেকে ওই শ্রমিকদের পরিচয় জানতে চেয়ে রাজ্য পুলিশের কাছে আসা চিঠি দেখেই গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় পোস্ট করে সোচ্চারে তিনি প্রশ্ন তুললেন, 'ভাষা সন্ত্রাস বন্ধ হবে, কি হবে না?' সেইসঙ্গে হুঙ্কার, 'এই অত্যাচার বাংলা সহ্য করবে না।'

Advertisement

 

অভিযোগ, বৈধ নথি দেখানো সত্ত্বেও হরিয়ানার গুরগাঁওয়ে কাজ করতে যাওয়া কোচবিহারের শ্রমিকদের বাংলাদেশি সন্দেহে আটকে রাখা হয়েছে ডিটেনশন ক্যাম্পে। শুধু তাই নয়, তাঁদের উপর অত্যাচারের ভিডিও ভাইরাল হয়েছে। কোচবিহারে তৃণমূলের জেলা সভাপতি পার্থপ্রতিম রায় সেই ভিডিও শেয়ার করে তীব্র ধিক্কার জানিয়েছিলেন আগেই। এবার হরিয়ানা সরকারের তরফে রাজ্য পুলিশের কাছে চিঠি পাঠিয়ে ওইসব শ্রমিকদের পরিচয় জানতে চাওয়া হয়েছে। নথিপত্র যাচাইয়ের কথা বলা হয়েছে।

আর তা দেখেই গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে তিনি হরিয়ানা সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন। তাঁর বক্তব্য, 'এধরনের ঘটনা বিভিন্ন রাজ্যে বেড়েই চলেছে। রাজস্থানেও অবৈধ সন্দেহে বাংলার বাসিন্দাদের বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে। যদিও সকলের কাছেই যথাযথ নথি রয়েছে। আমাদের আধিকারিকরা সেসব নথি পাঠিয়েছেন।দরিদ্র শ্রমিকরাই এমন অত্যাচারের স্বীকার।'

মুখ্যমন্ত্রীর আরও বক্তব্য, 'ডবল ইঞ্জিন সরকার অর্থাৎ বিজেপি শাসিত রাজ্যগুলিতেই এমন ঘটনা বেশি ঘটছে, তাতে আমি নিজেই আতঙ্কিত। আপনারা কী প্রমাণ করতে চাইছেন?এসব ভয়ংকর সন্ত্রাস। আমরা কিন্তু সহ্য করব না। এই ভাষা সন্ত্রাস বন্ধ করুন। ভাষা সন্ত্রাস বন্ধ হবে, কি হবে না?'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হরিয়ানায় বাংলার শ্রমিকদের আটকে রেখে অত্যাচারের অভিযোগ।
  • ফের সোশাল মিডিয়ায় গর্জে উঠে মমতার প্রশ্ন, 'ভাষা সন্ত্রাস বন্ধ হবে, কি হবে না?'
Advertisement