shono
Advertisement
CM Mamata Banerjee-Tejaswi Yadav

কলকাতায় জন্ম তেজস্বীর সন্তানের, 'সুন্দর বাচ্চা, শান্তির প্রতীক', হাসপাতালে বললেন মমতা

মঙ্গলবার সকালেই পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তেজস্বীজায়া, গোটা পরিবারই এখন কলকাতায়।
Published By: Sucheta SenguptaPosted: 12:31 PM May 27, 2025Updated: 04:11 PM May 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতায় ফুটফুটে সন্তানের জন্ম, দ্বিতীয়বার বাবা হলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। শহরের এক নামী বেসরকারি হাসপাতালে মঙ্গলবার সকালেই পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তেজস্বীজায়া রাজশ্রী। খবর পেয়েই দুপুরে সদ্যোজাতকে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সদ্য মা ও বাবাকে জানালেন শুভেচ্ছা।

Advertisement

লালুপ্রসাদ যাদবের পর আরজেডি নেতা তেজস্বীর সঙ্গে বেশ সখ্য রয়েছে মমতার। এদিন হাসপাতালে লালুর গোটা পরিবারই উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গে দেখা করে শুভেচ্ছা বিনিময়ের পর হাসপাতালের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বললেন, ''বাচ্চাটি খুবই সুন্দর হয়েছে। শুভকামনা, শান্তি নিয়ে ও এসেছে। আমি দেখে গেলাম। সকলের সঙ্গে দেখা হয়েছে। খুব খুশি। ওঁদের (তেজস্বী যাদব) পরিবারের নতুন সদস্য এসেছে, আমার আন্তরিক শুভেচ্ছা রইল।''

দ্বিতীয়বার বাবা হওয়া তেজস্বীকে অভিনন্দন আনন্দিত মমতার। নিজস্ব চিত্র।

জানা গিয়েছে, গত ৯ মাস ধরে তেজস্বীর স্ত্রী কলকাতায় রয়েছেন। মধ্য কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসকের পর্যবেক্ষণে ছিলেন অন্তঃসত্ত্বা রাজশ্রী যাদব। সেই খবর ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। নিয়মিত লালুপ্রসাদের পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে খবরাখবর নেন তিনি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী সেকথা জানিয়েছেন।বাংলার মুখ্যমন্ত্রীর তথা 'মমতাদিদি'র সঙ্গে তেজস্বীদের রাজনীতির বাইরেও দারুণ সম্পর্ক। তাই নিশ্চিন্তে কলকাতার হাসপাতালে  স্ত্রীর চিকিৎসা থেকে সন্তানের জন্মের ব্যবস্থা করেছেন লালুপুত্র। 

হাসপাতালে লালুপ্রসাদ-রাবড়ি দেবীর সঙ্গে সাক্ষাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের। নিজস্ব চিত্র।

তাঁর কথায়, ''গতকাল রাতেই তেজস্বী আমাকে মেসেজ করে জানায় যে আজ ওঁর স্ত্রীর ডেলিভারি হবে। আমি সকালে ওঁকে শুভেচ্ছা জানাই। বলি যে দুপুরে আমি হাসপাতালে দেখতে যাব। তাই এসেছি। খুব ভালো লাগল বাচ্চাকে দেখে। পুত্রসন্তান হয়েছে। সন্তান ও মা ভালো আছে। এখানে লালুজি, রাবড়িদেবী সকলে আছেন, দেখা হল। সবাইকে শুভেচ্ছা জানালাম।'' তৃণমূল নেত্রীর আরও বক্তব্য, ''বিহারে সামনে নির্বাচন আছে। তার জন্য আমি ওঁদের শুভকামনা জানিয়েছি। বলেছি যে এই সন্তান এসেছে সব শুভ নিয়ে, শান্তি নিয়ে।''

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কলকাতার হাসপাতালে জন্ম তেজস্বী যাদবের দ্বিতীয় সন্তানের।
  • ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তেজস্বীর স্ত্রী রাজশ্রী যাদব।
  • মঙ্গলবার দুপুরে সদ্যোজাতকে হাসপাতালে দেখতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Advertisement