সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেসির কলকাতা সফর নিয়ে চর্চা জারি। কেন যুবভারতীতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হল? দায় কার? এসব প্রশ্ন সকলের মুখে। এই পরিস্থিতিতে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সভা থেকে তাঁর আশ্বাস, ছাব্বিশে বিজেপি ক্ষমতায় এলে ফের কলকাতায় আসবেন মেসি। তিনি বলেন, "যদি হায়দরাবাদ-মুম্বই পারে, আমরাও পারব।" যদিও শুভেন্দুর এই মন্তব্যকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। ব্যাঙ্গের সুরে দলের মুখপাত্রের প্রশ্ন, "মেসিকে কি মণ্ডল সভাপতি মনে করেন শুভেন্দুবাবু?"
গত শনিবার ভোররাতে ফুটবলপ্রেমীদের অবসান ঘটিয়ে তিলোত্তমায় পা রাখেন লিওনেল মেসি। সকাল থেকেই সল্টলেক স্টেডিয়ামে দর্শকদের ঢল। উদ্দেশ্য একটাই, মেসিকে একবার সামনে থেকে দেখা। কিন্তু কারও স্বপ্নই কার্যত পূরণ হয়নি। মেসিকে দেখতে পাননি বলে অভিযোগ করে একরাশ ক্ষোভ উগরে দেন ফুটবলপ্রেমীরা। মেসি স্টেডিয়াম ছাড়তেই ব্যাপক ভাঙচুর চালানো হয়। সব মিলিয়ে রণক্ষেত্রের চেহারা নেয় স্টেডিয়াম। কিছুক্ষণের মধ্যেই গ্রেপ্তার করা হয় গোটা অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। কিন্তু তাতেও ক্ষোভের আগুন নেভেনি।
এই রাগ-ক্ষোভকেই ছাব্বিশের আগে অস্ত্র করতে চাইছে বিজেপি। একটি সভা থেকে শুভেন্দু অধিকারী বলেন, ছাব্বিশে বিজেপি বাংলার ক্ষমতায় এলে ফের কলকাতায় আসবেন মেসি। এবারের মতো ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না বলেও আশ্বাস দেন তিনি। বলেন, "যদি হায়দরাবাদ-মুম্বই পারে, তাহলে আমরা কেন পারব না? আমরাও পারব।" শুভেন্দুর এই মন্তব্যকে গুরুত্ব দিতেই নারাজ তৃণমূল। তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষের কটাক্ষ, "যা হয়েছে তা নিন্দনীয়। তদন্ত শুরু করা হয়েছে। কিন্তু শুভেন্দুবাবু কি ভাবছেন যে উনি মেসিকে পকেটে রাখেন? ওনাকে মণ্ডল সভাপতি মনে করেন? ইচ্ছে হলেই নিয়ে আসবেন! আসলে শুভেন্দুবাবু দুনিয়া সম্পর্কে জানেন না। কীভাবে এই ধরনের ট্যুর আয়োজন করা হয় সেটাও জানেন না। সেই কারণেই এই ধরণের কথা বলছেন।"
