রূপায়ণ গঙ্গোপাধ্যায়: আর লালে লাল নয়, এবার নীল-সাদাকে আপন করে নিল সিপিএম! সময়ের দাবি হোক কিংবা অভিনবত্ব, লালের 'অচলায়তন' ভেঙে বামেদের সোশাল মিডিয়া অ্যাকাউন্টের 'ডিপি' হল মুক্ত আকাশ। হলদে রংয়ের শানিত কাস্তে-হাতুড়ির সঙ্গে সে আকাশে উড়ে বেড়াচ্ছে মুক্ত বিহঙ্গের দল। 'শূন্য থেকে মহাশূন্যে' চলে যাওয়া সিপিএমের এমন ভাবান্তরে রীতিমতো তাজ্জব নেটিজেনরা। কমেন্ট বক্স ভরে উঠেছে কটাক্ষে। অনেকে আবার মনে করছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের নীল-সাদায় অনুপ্রাণিত সিপিএম। তাই এই রং বদল।

আগামী ২০ এপ্রিল ব্রিগেড অভিযানের ডাক দিয়েছে সিপিএম। সেই রাজনৈতিক কর্মসূচিতে জনজোয়ার আনতে এখন থেকেই শুরু হয়েছে প্রচার। তারই প্রথম ধাপ সোশাল মিডিয়া। শনিবার রাতে রাজ্য সিপিএমের ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল ছবি বদল করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, নীল আকাশ সাদা মেঘের মাছে বিরাজমান কাস্তে হাতুড়ি। তবে অদ্ভুতভাবে এ কাস্তে-হাতুড়ির রং লালের পরিবর্তে সোনালি। পাশাপাশি কভার ছবিতে দেখা যাচ্ছে, একই রকম নীল-সাদা আকাশের মাঝে সেই সোনালি কাস্তে হাতুড়ি উচিয়ে দুই নারী-পুরুষ। পাশে দড়িতে টাঙানো সিপিএমের পতাকা। তার উপর বসে রয়েছে একটি পায়রা।
সিপিএমের এই নীল সাদায় তৃণমূল যোগ পাচ্ছেন অনেকে। বর্তমানে তৃণমূলের দলীয় কর্মসূচিতে বটেই, রাজ্য সরকারের সমস্ত কর্মসূচিতেই দেখা যায় নীল সাদার আধিক্য। সেই নীল-সাদা এবার সিপিএমে শোভা পেতেই তৃণমূল নেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ''এত দিন ওরা নীল-সাদা নিয়ে কটাক্ষ করত। আজকে নিজেরাই ওই রং করেছে। আসলে ওরা ওদের রক্তাক্ত ইতিহাস ভুলতে এই রং বদল করেছে। লাল সরিয়ে দিয়েছে।'' তবে তৃণমূলের পালটা মহম্মদ সেলিম বলেন, "তৃণমূলের বক্তব্যে তো মনে হচ্ছে ওরা নীলের উপর যে মৌরসিপাট্টা কায়েম করেছে তাতে আবার নীল কর, নীলকুঠি চালু করবে।"
এদিকে এই ছবি প্রকাশ্যে আসতেই সোশাল মিডিয়ায় কটাক্ষ ধেয়ে এসেছে বামেদের দিকে। কেউ লিখেছেন, 'ভালো আছি ভালো থেকো। আকাশের ঠিকানায় চিঠি লিখো।' এমন প্রোফাইল ছবিতে সিপিএম সমর্থকদের 'লাল সেলাম' দেখে আরও এক নেটিজেন লিখেছেন, 'লাল রং ভয়ে ফ্যাকাসে হলুদ হয়ে উঠেছে। অথচ এদের সমর্থকরা এখনও লাল সেলাম লিখে চলেছে। আরে দাদা, ওটা হলুদ সেলাম হবে।' কারও আবার মত, 'যাক আজ সরাসরি রং বদলেছে গিরগিটির মতো। আগে তো লুকিয়ে চুরিয়ে রং বদলাতো।' হাহা রিয়েক্টে ভরে উঠেছে পোস্ট। সবমিলিয়ে সিপিএমের এমন রং বদল দেখে রাজনৈতিক মহলের দাবি, 'আসলে শূন্যের গেরো কাটাতে ব্যর্থ, রণক্লান্ত, রাজনৈতিকভাবে দেউলিয়া সিপিএম এবার 'যুদ্ধ' ছেড়ে খোলা আকাশে শ্বাস নিতে চায়।'