shono
Advertisement
Firhad Hakim

হাওড়ায় বিপর্যস্ত ৯৬ পরিবারকে 'বাংলার বাড়ি', নিকাশি নালা-রাস্তা বানাবে KMDA, ঘোষণা ফিরহাদের

ভাগাড়ের মাটির পরীক্ষা করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষ দল।
Published By: Subhankar PatraPosted: 06:07 PM Mar 25, 2025Updated: 06:30 PM Mar 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাওড়ার বেলগাছিয়ার ভাগাড়ে ধস নামার জেরে ক্ষতিগ্রস্তদের আবাস যোজনা প্রকল্পের অধীনে বাড়ি বানিয়ে দেওয়া হবে বলে ঘোষাণা করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের। ৯৬টি পরিবারকে 'বাংলার বাড়ি' বানিয়ে দেওয়া হবে। এছাড়াও হাওড়ার বড় নিকাশি নালা ও রাস্তা তৈরির দায়িত্ব নিয়েছে কেএমডিএ। নিউটাউনে পুর আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর ঘোষণা করেন কলকাতার মেয়র।

Advertisement

হাওড়া পুরসভায় বিভিন্ন জটিলতায় দীর্ঘদিন ধরেই পুরভোট হয়নি। এই বিপর্যয়ের পর হাওড়ার দায়িত্ব পুর ও নগরোন্নয়ন দপ্তরের সে কথা নিজে বলেছিলেন ফিরহাদ। তারপর আজ মঙ্গলবার আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। শেষে ফরিহাদ বলেন, "৯৬টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের বাংলার বাড়ির ঘর বানিয়ে দেওয়া হবে। এক-দেড় বছর সময় লাগবে।"

পাশাপাশি হাওড়ার বড় নিকাশি নালা, বড় রাস্তা তৈরি করবে কেএমডিএ। ছোট, ছোট কাজগুলি ও রক্ষণাবেক্ষণ করবে হাওড়া পুরসভা। কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ বলেন, "পানিহাটির মতো হাওড়ায় বড় রাস্তা, নিকাশি নালা তৈরি করবে কেএমডিএ। পাশাপাশি ভাগাড় নিয়ে সিদ্ধান্ত, বাংলার বাড়ি সব কিছুই কলকাতা পুরসভা করবে।" এদিকে ভাগাড়ের মাটির পরীক্ষা করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষ দল। সেই রিপোর্ট আসার পর ভাগাড় নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে জানিয়েছেন মেয়র।

দিনকয়েক আগে হাওড়ার বেলগাছিয়ায় ধস নামে। ফেটে যায় পাইপ লাইন। ফাটল দেখা যায় আশেপাশে জবরদখল করে থাকা বাড়িগুলিতে। রাস্তাতেও ফাটল ধরে। বিদ্যুৎ সংযোগ বিছিন্ন হয়ে যায়। সেই সমস্যার সুরাহায় বৈঠক করেন ফিরহাদ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হাওড়ার বেলগাছিয়ার ভাগাড়ে ধস নামার জেরে ক্ষতিগ্রস্তদের পুর্নবাসন দেওয়ার সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা।
  • ৯৬টি পরিবারকে আবাস যোজনার ঘর বানিয়ে দেওয়া হবে।
  • এছাড়াও হাওড়ার বড় নিকাশি নালা ও রাস্তা তৈরির দায়িত্ব নিয়েছে কেএমডিএ।
Advertisement