shono
Advertisement
CPIM

সংগঠন চাঙ্গা করতে 'বাংলা বাঁচাও' যাত্রা সিপিএমের, ব্যক্তিপুজোয় মোহভঙ্গ! স্থানীয় নেতৃত্বে জোর

উত্তর থেকে দক্ষিণে এই যাত্রা হবে ১ হাজার কিলোমিটারের বেশি।
Published By: Subhajit MandalPosted: 11:51 PM Nov 18, 2025Updated: 04:12 PM Nov 19, 2025

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: এসআইআর আবহেই ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে ২৯ নভেম্বর থেকে বাংলা বাঁচাও যাত্রা শুরু করছে বঙ্গ সিপিএম। উদ্দেশ্য, সংগঠন চাঙ্গা করা। তবে সিপিএমের এই বড় কর্মসূচিতে দলের কেন্দ্রীয় কমিটির সদস‌্য মীনাক্ষী মুখোপাধ‌্যায় বা কোনও ব‌্যক্তি মুখ নয়, স্থানীয় স্তরের পরিচিত মুখদেরই গুরুত্ব দিচ্ছে আলিমুদ্দিন। আগামী ২৯ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বর হবে ‘বাংলা বাঁচাও যাত্রা’। কোচবিহারের তুফানগঞ্জ থেকে শুরু হয়ে উত্তর ২৪ পরগনার কামারহাটিতে শেষ হবে যাত্রা।

Advertisement

চব্বিশের লোকসভা ভোটের আগে ইনসাফ যাত্রা করেছিল সিপিএম। সেই ইনসাফ যাত্রার মুখ করা হয়েছিল পার্টির যুব সংগঠনের তৎকালীন রাজ‌্য সম্পাদক মীনাক্ষীকে। তার আগে সিপিএমের এই ধরণের কর্মসূচিতে টানা সামনে ছিলেন বিমান বসু। কিন্তু এবার একেবারে স্থানীয় এবং নিচুতলার নেতা-কর্মীদের গুরুত্ব বা প্রাধান‌্য দেওয়া হচ্ছে 'বাংলা বাঁচাও' যাত্রা কর্মসূচিতে। বিধানসভা ভোটের আগে বুথে বুথে দলের সংগঠন ও কর্মী-সমর্থকদের চাঙ্গা করাও লক্ষ‌্য এই কর্মসূচির।

বাংলা বাঁচাও যাত্রা সম্পর্কে সিপিএম রাজ‌্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, ‘‘সারা রাজ‌্যজুড়ে এই যাত্রার মাধ‌্যমে পশ্চিমবঙ্গের জ্বলন্ত সমস‌্যা ও সংকটগুলিকে তুলে ধরা হবে এবং গণতান্ত্রিক মূল‌্যবোধ, সামাজিক ন‌্যায়বিচার ও মানুষের অধিকার রক্ষার সংগ্রামে পার্টির অঙ্কীকারকে আবারও দৃঢ়ভাবে প্রকাশ করা হবে। রাজ্যের বিভিন্ন জেলায় নাগরিক, রাজনৈতিক আন্দোলনের কর্মী ও নেতৃবৃন্দের ব‌্যাপক অংশগ্রহণে পথসভা, গণসমাবেশ ও মানুষের সঙ্গে প্রত‌্যক্ষ সংযোগের কর্মসূচি অনুষ্ঠিত হবে এই দীর্ঘ যাত্রাপথে।’’

এছাড়া, যাত্রা যেখান দিয়ে যাবে সেই জেলার সংস্কৃতি, ঐতিহ‌্যকেও তুলে ধরা হবে। স্থানীয় ইস্যুর পাশাপাশি ভেটাধিকার বাঁচাও, গণতন্ত্র বাঁচাও ইস্যুও থাকছে। মূল যাত্রার পাশাপাশি জনগনের আরও কাছে পৌঁছাতে তার সঙ্গে চলবে ছোট ছোট উপযাত্রাও। সাধারণ মানুষের মতামতও নেওয়া হবে। উত্তর থেকে দক্ষিণে এই যাত্রা হবে ১ হাজার কিলোমিটারের বেশি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এসআইআর আবহেই ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে ২৯ নভেম্বর থেকে বাংলা বাঁচাও যাত্রা শুরু করছে বঙ্গ সিপিএম।
  • সিপিএমের এই বড় কর্মসূচিতে দলের কেন্দ্রীয় কমিটির সদস‌্য মীনাক্ষী মুখোপাধ‌্যায় বা কোনও ব‌্যক্তি মুখ নয়, স্থানীয় স্তরের পরিচিত মুখদেরই গুরুত্ব দিচ্ছে আলিমুদ্দিন।
  • আগামী ২৯ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বর হবে ‘বাংলা বাঁচাও যাত্রা’।
Advertisement