shono
Advertisement
Dengue

জেলায় জেলায় ডেঙ্গুর দাপট! দ্রুত বদলাচ্ছে চরিত্রও, উদ্বিগ্ন স্বাস্থ্যদপ্তর

পরিস্থিতি মোকাবিলায় মরিয়া স্বাস্থ্যদপ্তর।
Published By: Tiyasha SarkarPosted: 07:56 PM Nov 24, 2024Updated: 02:03 PM Nov 25, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অত্যন্ত দ্রুত চরিত্রের বদল হচ্ছে ডেঙ্গুর। কলকাতার মতো বহুতল এবং বসতির সহবস্থান এলাকায় কমছে ডেঙ্গু। এদিকে ঝড়ের গতিতে বাড়ছে মফসসল এবং গ্রামের দিকে। এমন পরিস্থিতিতে চরম সংকটে স্বাস্থ্যদপ্তরের ভেক্টর কন্ট্রোল বিভাগ। প্রশ্ন উঠেছে তবে কি মশার দেহে বসবাসকারী পরজীবীর চরিত্র বদল হচ্ছে?

Advertisement

রাজ্য স্বাস্থ্য দপ্তরের তথ্য বলছে, গত ১৮ নভেম্বর পর্যন্ত খাস কলকাতায় ডেঙ্গু আক্রান্তর সংখ্যা ছিল ৯৯৯ জন। যেখানে রাজ্যে মোট ডেঙ্গু আক্রান্তর সংখ্যা ২৭, ১৪২জন। গত ২ সপ্তাহে রাজ্যে নতুন করে প্রায় ৪ হাজার আক্রান্ত হয়েছে। মফসসল এলাকায় ডেঙ্গু যে ঝড় তুলেছে তা সরকারি হাসপাতাল এবং ল্যাবরেটরিতে পরীক্ষার রিপোর্টে চোখ রাখলেই স্পষ্ট হয়ে যাবে। ১৮ নভেম্বর পর্যন্ত সরকারি হাসপাতাল অথবা মেডিক্যাল কলেজে টেস্ট করিয়ে পজিটিভ রিপোর্ট পেয়েছেন ২১,২০৯ জন। বেসরকারি হাসপাতাল অথবা ক্লিনিকে ডেঙ্গু পজিটিভ হয়েছেন ৫,৯৩৩ জন। অর্থাৎ তথ্য বলে দিচ্ছে ডেঙ্গু রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে।

আক্রান্তের সংখ্যার নিরিখে প্রথমে মুর্শিদাবাদ। এখনও পর্যন্ত মোট আক্রান্ত ৫১৪৭ জন। দ্বিতীয় স্থানে মালদহ, আক্রান্ত ২৩৩৩ জন। উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ২২৭৮। হগলিতে আক্রান্ত ১৫৩১ জন। পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায় আক্রান্তের সংখ্যা ১২৬৪। কলকাতায় আক্রান্ত ৯৭৩। পূর্ব বর্ধমানে আক্রান্ত ৯৬৬ জন। হাওড়ায় আক্রান্ত ৮২০ জন। পূর্ব মেদিনীপুরে আক্রান্ত ৬৪৭ জন। দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত ৬৪২ জন।


শুধু অক্টোবর মাসে ডেঙ্গু আক্রান্ত-৭০৫১জন
সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্ত হন-৭,১৯৯ জন
অগাস্ট মাসে ডেঙ্গু আক্রান্ত- ৮, ৫১৬ জন
জুলাইয়ে ডেঙ্গু আক্রান্ত হন-১৮৮৮ জন

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অত্যন্ত দ্রুত চরিত্রের বদল হচ্ছে ডেঙ্গুর। কলকাতার মত বহুতল এবং বসতির সহবস্থান এলাকায় কমছে ডেঙ্গু।
  • এদিকে ঝড়ের গতিতে বাড়ছে মফসসল এবং গ্রামের দিকে। এমন পরিস্থিতিতে চরম সংকটে স্বাস্থ্য দপ্তরের ভেক্টর কন্ট্রোল বিভাগ।
  • প্রশ্ন উঠেছে তবে কি মশার দেহে বসবাসকারী পরজীবীর চরিত্র বদল হচ্ছে?
Advertisement