shono
Advertisement

Breaking News

IPL Auction 2025

IPL Auction 2025 Live: মোটা টাকায় দিল্লিতেই থাকলেন বাংলার মুকেশ, লখনউয়ে আকাশ দীপ

মুম্বইয়ের সঙ্গে লড়াই করেও রহস্য স্পিনারকে পেল না কেকেআর।
Published By: Arpan DasPosted: 03:25 PM Nov 25, 2024Updated: 06:03 PM Nov 25, 2024

শুরু দ্বিতীয় দিনের নিলাম। ইতিমধ্যেই ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছে পন্থ, শ্রেয়স, রাহুলদের। এদিনও নজরে থাকবে দেশ-বিদেশের বহু তারকা। নিলামের শেষ দিনে কেমন ঘর গুছিয়ে নেবে কোন দল? কে পাবেন কত দর? আইপিএল মহা নিলামের সমস্ত আপডেট পেতে নজর রাখুন সংবাদ প্রতিদিন ডিজিটালে।

Advertisement

সন্ধ্যা ৬:০৩- অংশুল কাম্বোজকে ৩.৪ কোটি টাকায় দলে নিল চেন্নাই। অন্যদিকে আর্শাদ খান ১.৩ কোটিতে গেলেন গুজরাটে। দিল্লি ক্যাপিটালস ৩০ লক্ষতে নিল দর্শন নালখাণ্ডেতে। আনসোল্ড থাকলেন অনুকূল রায়। 

সন্ধ্যা ৫:৫৮- শুভম দুবেকে ৮০ লক্ষ টাকায় কিনল রাজস্থান রয়্যালস, সাইক রশিদ ৩০ লক্ষ টাকায় খেলবেন চেন্নাইয়ের হয়ে। লখনউ সুপার জায়ান্টস হিম্মত সিংকে তুলে নিল ৩০ লক্ষতেই।

সন্ধ্যা ৫:৫৫- শুরুতেই আনসোল্ড থাকলেন স্বস্তিক চিকারা, মাধব কৌশিক, পুখরাজ মান, ময়ঙ্ক ডাগার।

সন্ধ্যা ৫:৪৫- লাঞ্চের পর ফের নিলাম শুরু। 

সন্ধ্যা ৫:১০- প্রথম পর্বের নিলাম শেষ। কার হাতে রইল কত টাকা?

চেন্নাই: ১৩.২ কোটি টাকা
দিল্লি: ৩.৮ কোটি টাকা
গুজরাট: ১১.৯ কোটি টাকা
কলকাতা: ৮.৫ কোটি টাকা
লখনউ: ৬.৮ কোটি টাকা
মুম্বই: ১১ কোটি টাকা
পাঞ্জাব: ১০.৯ কোটি টাকা
রাজস্থান: ৬.৬ কোটি টাকা
বেঙ্গালুরু: ১৪.১ কোটি টাকা
হায়দরাবাদ: ৫.১ কোটি টাকা

বিকেল ৪:৫০- নতুন স্পিনার তুলল মুম্বই ইন্ডিয়ান্স। আফগান স্পিনার আল্লাহ গজনফারকে ৪.৮০ কোটি টাকায় কিনে নিল মুম্বই। চেষ্টা করেও তাঁকে তুলতে পারল না কেকেআর। আনসোল্ড থাকলেন বিজয়কান্ত বিশয়কান্ত, মুজিব উর রহমান, আদিল রশিদ ও কেশব মহারাজ। 

বিকেল ৪:৪১- লোকি ফার্গুসনকে ২ কোটি টাকায় কিনল পাঞ্জাব কিংস। 

বিকেল ৪:৩৮- বাংলার পেসার আকাশ দীপের জন্য দর উঠল ৮ কোটি। তাঁকে কিনে নিল লখনউ সুপার জায়ান্টস। আকাশ দীপকে নিয়ে দীর্ঘ লড়াই চলে পাঞ্জাব ও লখনউয়ের।

বিকেল ৪:৩৬- দীপক চাহারকে ৯.২৫ কোটি টাকায় মুম্বই ইন্ডিয়ান্স কিনে নিল। পুরনো তারকার জন্য লড়াইয়ে ঢুকেও শেষরক্ষা করতে পারল না চেন্নাই। 

বিকেল ৪:৩২- ৮ কোটি টাকায় দিল্লিতেই থাকলেন মুকেশ কুমার। দিল্লি ক্যাপিটালস আরটিএম ব্যবহার করে। 

বিকেল ৪:২৬- ভুবনেশ্বর কুমারকে ১০.৭৫ কোটি টাকায় কিনল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাঁর বেস প্রাইস ছিল ২ কোটি। মুম্বই ও লখনউয়ের দীর্ঘ লড়াই চলে। পরে আসরে প্রবেশ করে আরসিবি। শেষ হাসি হাসল তারাই। 

বিকেল ৪:১৯- রাজস্থান রয়্যালস তুষার দেশপাণ্ডেকে ৬.৪০ কোটি টাকায় কিনল। জেরাল্ড কোয়েৎজে ২.৪০ কোটিতে গেলেন গুজরাট টাইটান্সে। 

বিকেল ৪:০৪- জশ ইংলিশকে পাঞ্জাব কিংস তুলে নিল ২.৬০ কোটিতে। আনসোল্ড হলেন অ্যালেক্স ক্যারি ও ডোনোভান ফেরেরা। 

বিকেল ৪:০২- আনসোল্ড থাকলেন শাই হোপ। বেস প্রাইস ১ কোটিতে রিকেলটনকে কিনে নিল মুম্বই ইন্ডিয়ান্স। 

বিকেল ৪টে- ৪.২০ কোটি টাকায় রাজস্থান রয়্যালসে গেলেন নীতীশ রানা। তাঁকে নিয়ে লড়াই চলে আরসিবি ও রাজস্থানের। 

দুপুর ৩:৫৬- ক্রুনাল পাণ্ডিয়াকে ৫.৭৫ কোটি টাকায় কিনে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 

দুপুর ৩:৫০- আনসোল্ড থাকলেন ড্যারিল মিচেল। 

দুপুর ৩:৪৯- দক্ষিণ আফ্রিকার তারকা মার্কো জানসেনকে ৭ কোটিতে কিনে নিল পাঞ্জাব কিংস। তাঁর বেস প্রাইস ছিল ১.২৫ কোটি। 

দুপুর ৩:৪৪- ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কুরানকে ২.৪০ কোটিতে তুলে নিল চেন্নাই সুপার কিংস। 

দুপুর ৩:৪২- গুজরাট টাইটান্স তুলে নিল ওয়াশিংটন সুন্দরকে। তাঁর দাম উঠল ৩.২০ কোটি।

দুপুর ৩:৪০- আনসোল্ড থাকলেন ভারতীয় অলরাউন্ডার শার্দূল ঠাকুর।

দুপুর ৩:৩৮- ফ্যাফ ডু'প্লেসিসকে ২ কোটি টাকা দিয়ে তুলে নিল দিল্লি ক্যাপিটালস। অজিঙ্ক রাহানে, ময়ঙ্ক আগরওয়াল, পৃথ্বী শ আনসোল্ড থেকে গেলেন।

দুপুর ৩:৩২- আনসোল্ড থাকলেন এদিনের প্রথম ক্রিকেটার কেন উইলিয়ামসন। সেই সঙ্গে দল পেলেন না গ্লেন ফিলিপসও। অন্যদিকে রভম্যান পাওয়েলকে ১.৫০ কোটিতে তুলে নিল কেকেআর। 

দুপুর ৩:৩০- শুরু দ্বিতীয় দিনের নিলাম। একনজরে কার হাতে আছে কত টাকা?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement