shono
Advertisement
Earthquake in Kolkata

সাতসকালে কলকাতায় ভূমিকম্প! কাঁপল দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা

ভূমিকম্পের উৎসস্থল বাংলাদেশ।
Published By: Tiyasha SarkarPosted: 10:16 AM Nov 21, 2025Updated: 01:22 PM Nov 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাতসকালে কলকাতায় ভূমিকম্প (Earthquake in Kolkata)। কাঁপল দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। সকাল ১০ টা বেজে ৮ মিনিট নাগাদ অনুভূত হয় কম্পন। এক্স হ্যান্ডেলে শহর কলকাতার একাধিক বাসিন্দা জানিয়েছেন কম্পন অনুভূত হওয়ার বিষয়টা। জানা যাচ্ছে, ভূমিকম্পের উৎসস্থল বাংলাদেশ।

Advertisement

 

শুক্রবার সকাল ঘড়ির কাঁটায় ১০ টা বেজে ৮ মিনিট। আচমকাই কম্পন অনুভব করেন কলকাতা-সহ গোটা বাংলার বাসিন্দারা। দেখা যায়, আচমকা নড়ছে বোতলে থাকা জল, ঝুলে থাকা লাইট, ফ্যান। তাতেই মোটের উপর নিশ্চিত হন সকলে। তড়িঘড়ি বহুতলের বাসিন্দারা আবাসন ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। কলকাতার বহু অফিসের সামনে দেখা যায় কর্মীদের ভিড়। ২৯ সেকেন্ডের এই কম্পনে (Earthquake in Kolkata) আতঙ্ক ছড়িয়ে পড়ে সর্বত্র। একই পরিস্থিতি উত্তরবঙ্গেও। সেখানেও অনুভূত হয়েছে কম্পন।

বহুতলের বাইরে ভিড়।

রিপোর্ট অনুযায়ী, এদিনের ভূমিকম্পের উৎসস্থল বাংলাদেশের নরসিংদীর কাছে, মাটির ১০ কিলোমিটার গভীরে। তার প্রভাব পড়ে পশ্চিমবঙ্গে। এদিন কলকাতায় কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৭। তবে হতাহতের কোনও খবর নেই বাংলায়। বাংলাদেশে কোনও ক্ষতি হয়েছে কি না, তা এখনও জানা যায়নি। তবে এদিন সকালে এক্স হ্যান্ডেলে বহু ইউজারই কম্পন অনুভূত হওয়ার কথা পোস্ট করেছেন। কেউ জানতে চেয়েছেন, সত্যিই ভূমিকম্প কি না। কেউ আবার আতঙ্ক প্রকাশ করেছেন। 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সাতসকালে কলকাতায় ভূমিকম্প। কাঁপল দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা।
  • সকাল ১০ টা বেজে ৮ মিনিট নাগাদ অনুভূত হয় কম্পন। 
Advertisement