বিধান নস্কর, বিধাননগর: বিধাননগরে আন্তর্জাতিক ভুয়ো কল সেন্টারের হদিশ। বিধাননগর গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ ও বিধান নগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশের যৌথ অভিযানে দুই জায়গায় তল্লাশি চালিয়ে উদ্ধার কাড়ি কাড়ি টাকা। মোট ৩ কোটি ৭০ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। সেক্টর ফাইভের বিল্ডিং থেকে উদ্ধার ৬৭ লক্ষ টাকা। বাগুইআটি চিনার পার্কের একটি বাড়ি থেকে উদ্ধার ৩কোটি ৩ লক্ষ টাকা। পাশাপাশি, সোনার গয়না, ১৪টি ফোন, দুটো নোটবুক, একটি ক্যাশ কাউন্টিং মেশিন, ছয়টি ডেস্কটপ, এছাড়াও চারটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মার্কিন-সহ বিদেশি নাগরিকদের টেক সাপোর্ট দেওয়ার নামে প্রতারণা করা হত বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে সেক্টর ফাইভের ইমাজিন টেক পার্ক নামের একটি বিল্ডিংয়ে যৌথ অভিযান চালায় গোয়েন্দারা। সেখানে গিয়ে দেখা যায় রীতিমতো অফিস তৈরি করে প্রতারণা চক্র চালাছিলেন অভিযুক্তরা। অভিযানের সময় বিল্ডিংয়ে উপস্থিত ছিলেন দু'জন। তাদের ল্যাপটপ ও ডেস্কটপে পাশাপাশি ৬৭ লক্ষ টাকা উদ্ধার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বাগুইআটি চিনার পার্কের একটি ফ্ল্যাটে হানা দেয় গোয়েন্দারা। সেই বাড়ির ফলস সিলিং ও বেড রুম থেকে উদ্ধার হয় পাহাড় প্রমাণ টাকা।
বিধাননগর কমিশনারেট এর ডিসি হেড কোয়াটার কুলদীপ এস এস বলেন, "ধৃতদের ল্যাপটপ এবং ডেস্কটপে দেখার পর বোঝা যায় সেখানে থাকা একটা ডায়লার ব্যবহার করে বিদেশে কল করত অভিযুক্তরা। এরপরে ওদেরকে জিজ্ঞাসাবাদ জানা যায় মার্কিন নাগরিক-সহ অন্যান্য দেশের বাসিন্দাদের ডেটা তাঁদের কাছে রয়েছে। সেখান থেকে নম্বর নিয়ে তারা সেই সমস্ত বিদেশি নাগরিকদের ফোন করে টেক সাপোর্ট দেওয়ার নাম করে প্রতারণা করত। এই টাকা গিফট কার্ড ও বিটকয়েনের মাধ্যমে নেওয়া হতো। এরপরে সেই টাকা অন্য দেশে পাঠিয়ে নগদ করা হত।" এই প্রতারণা চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত কি না, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তা জানার চেষ্টা করছে পুলিশ।