অর্ণব আইচ: জাল পাসপোর্টের তদন্তে নেমে চক্ষু চড়কগাছ কলকাতা পুলিশের! শুধু পাসপোর্ট নয়, এবার মিলল ভুয়ো আধার-ভোটার কার্ডও। পাসপোর্ট চক্রের পান্ডা সমরেশ বিশ্বাসের বাড়িতে ভুয়ো আধার ও ভোটার কার্ডের পাহাড়। এমনকী, নকল কার্ড তৈরির ফর্ম্যাটও মিলেছে সেখানে।
জাল পাসপোর্ট চক্রের সন্ধানে নেমে দেশজুড়ে অভিযান চলছে। চক্রের মাস্টার মাইন্ড সমরেশকেও লাগাতার জেরা করছে কলকাতা পুলিশ। উঠে আসছে একের পর চাঞ্চল্যকর তথ্য। সেখান থেকে প্রচুর নথিপত্রের হদিশ মিলেছে। সোমবার ধৃতের বাড়িতে অভিযান চালিয়ে প্রচুর ভুয়ো আধার, ভোটার কার্ড উদ্ধার করে তারা। উদ্ধার হয়েছে ভুয়ো কার্ড তৈরির ফর্ম্যাটও। মিলেছে একাধিক নাম ও ঠিকানার তালিকা। পুলিশের প্রাথমিক ধারনা, সেই সমস্ত নাম ও ঠিকানা দিয়ে ভুয়ো কার্ড তৈরির পরিকল্পনা করা হয়েছিল।
কাঁটাতার পেরিয়ে অনুপ্রবেশকারীদের এদেশে স্থায়ী আস্তানা তৈরির জন্য প্রয়োজনীয় দুই নথি হল ভোটার ও আধার কার্ড। আর এই দুই নথি তৈরি হয়ে গেলে পাসপোর্ট তৈরিও কার্যত জলভাত। তদন্তে দেখা গিয়েছে, সমরেশ শুধু জাল পাসপোর্ট বানাত এমনটা নয়, সীমান্ত পার করানোর ব্যবসা দিয়েই হাতেখড়ি হয়েছিল তার। সীমান্ত পার করে এনে তাদের জন্য নথি তৈরির করে দেওয়ার নেটওয়ার্কও ছিল সমরেশের। সেই সংক্রান্ত নথিই এদিন কলকাতা পুলিশের হাতে এল বলে মনে করা হচ্ছে।