shono
Advertisement
Suvendu Adhikari

SIR নিয়ে সিইও দপ্তরে নালিশ জানাতে শুভেন্দুরা, 'গো ব্যাক' স্লোগান বিএলও অধিকার রক্ষা কমিটির

দফায় দফায় উত্তেজনা কলকাতায় রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে।
Published By: Kousik SinhaPosted: 01:51 PM Dec 01, 2025Updated: 04:04 PM Dec 01, 2025

সুদীপ রায়চৌধুরী: দফায় দফায় উত্তেজনা কলকাতায় রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-র দপ্তরে। এসআইআর নিয়ে নালিশ জানাতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) 'গো ব্যাক' স্লোগান ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’র সদস্যদের। পালটা স্লোগান দেন বিজেপি নেতাকর্মীরা। যা নিয়ে দুপক্ষের মধ্যে একেবারে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশের বিশাল বাহিনী। কোনও রকমে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। ঘটনায় সিইও দপ্তরে গিয়ে ক্ষোভ উগরে দেন বিরোধী দলনেতা। কমিশনের দপ্তর সরানোর দাবি জানান। একইসঙ্গে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার দাবিও জানান শুভেন্দু অধিকারী।

Advertisement

এসআইআর ইস্যুতে রাজ্যে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। গত কয়েকদিন ধরে কলকাতায় সিইও দপ্তরের সামনে লাগাতার অবস্থান চালাচ্ছেন বিএলও অধিকার রক্ষা কমিটি। এদিন সকাল থেকেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল সিইও দপ্তর। একাধিক এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়। নির্দিষ্ট সময়ে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বে বিজেপি বিধায়করা পৌঁছানো মাত্র পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ‘গো ব্যাক’ স্লোগান তুলতে থাকেন বিক্ষোভকারীরা। শুধু তাই নয়, ব্যারিকেড ভাঙার চেষ্টাও করেন বিক্ষোভকারীরা। যা নিয়ে একেবারে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়।

কমিশনের বাইরে বিক্ষোভে বিএলওরা। ছবি- ব্রতীন কুণ্ডু।

এর মধ্যেই কোনওরকমে সিইও দপ্তরের ভিতরে প্রবেশ করেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির প্রতিনিধিদল। শুরু হয় বৈঠক। সেই বৈঠকে ঘটনা নিয়ে ক্ষোভ উগরে দেন বিরোধী দলনেতা। প্রশ্ন তোলেন সিইও দপ্তরের নিরাপত্তা নিয়েও। শুভেন্দু অধিকারী বলেন, বর্তমান পরিস্থিতিতে সিইও দপ্তর যে নিরাপদ নয় তা ঘটনায় স্পষ্ট। বর্তমান জায়গা থেকে নিরাপদ স্থানে সিইও দপ্তর সরানোর কথাও বলেন তিনি। একইসঙ্গে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে মোতায়েনের আবেদনও জানান বিরোধী দলনেতা।

কমিশনের সঙ্গে বৈঠকের সময় শুভেন্দু অধিকারী। ছবি- ব্রতীন কুণ্ডু

একদিকে তাঁরা যখন সিইও দপ্তরে বৈঠক করছেন, অন্য দিকে সিইও দপ্তরের বাইরে বিক্ষোভ ক্রমশ বাড়তে থাকে। ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’র পাশাপাশি সিইও দপ্তরের বাইরে ভিড় জমান বিজেপি নেতাকর্মীরাও। নতুন করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে তাকিয়ে সতর্ক কলকাতা পুলিশবাহিনী।

মতুয়াদের মিছিলে অধীর চৌধুরী।

অন্যদিকে এদিন মমতাবালা পন্থী অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সদস্যদের নিয়ে এদিন মিছিল করেন অধীর চৌধুরী। কমিশনের দপ্তর পর্যন্ত হয় সেই মিছিল। পরে কলকাতায় রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-র দপ্তরে গিয়ে মতুয়াদের অধিকার নিয়ে দাবি জানান প্রাক্তন সাংসদ। একইসঙ্গে কেন্দ্র এবং রাজ্যকেও একহাত নেন তিনি। কংগ্রেস নেতা বলেন, মতুয়াদের জন্য কেন্দ্র কিংবা রাজ্য কিছুই করেনি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দফায় দফায় উত্তেজনা কলকাতায় রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-র দপ্তরে।
  • বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গো ব্যাক স্লোগান ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’র সদস্যদের।
Advertisement