shono
Advertisement
CPIM(L)

ভিনরাজ্যে বাংলাভাষী শ্রমিকদের উপর নির্যাতনে দায়ী বিজেপির বিভাজন রাজনীতিই: লিবারেশন

লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্যর দাবি, এসব রুখতে বিশেষ আইন তৈরি হওয়া উচিত।
Published By: Sucheta SenguptaPosted: 01:50 PM Jul 12, 2025Updated: 01:51 PM Jul 12, 2025

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: ভিন রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতন নিয়ে এবার সরব হলেন সিপিআই(এমএল) লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। দীপঙ্করবাবুর বক্তব‌্য, ‘‘ভাষা ও ধর্মের ভিত্তিতে দেশকে ভাগ করছে বিজেপি। আর সেজন‌্যই ভিন রাজ্যে গিয়ে বিপন্ন বাংলার পরিযায়ী শ্রমিকরা। বিজেপির ঘৃণা ও বিভাজনের রাজনীতির জন‌্যই এসব হচ্ছে।’’ ইতিমধ্যেই পরিযায়ী শ্রমিকদের উপর বিজেপি শাসিত রাজ্যে যে নির্যাতনের ঘটনা ঘটছে তা নিয়ে সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

Advertisement

শুক্রবার কলকাতায় সাংবাদিক সম্মেলনে লিবারেশনের সাধারণ সম্পাদকের দাবি, পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ রুখতে বিশেষ আইন তৈরি হওয়া উচিত। বাংলা ও বিহার সরকার একটা সেন্টার খুলুক, যেখানে বিপন্ন পরিযায়ী শ্রমিকরা যোগাযোগ করতে পারবে। এদিকে, সীমান্তে অনুপ্রবেশ নিয়ে রোহিঙ্গা ইস্যু তুলে বারেবারে সরব হচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ প্রসঙ্গে শুভেন্দু তথা বিজেপির উদ্দেশে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়ে দীপঙ্করের বক্তব‌্য, ‘‘সীমান্ত দেখার দায়িত্ব কার? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তার মন্ত্রকের অধীন বিএসএফের। যদি তর্কের খাতিরেই ধরি বেআইনিভাবে কেউ চলে আসছে তাহলে তার ব‌্যর্থতা তো, অমিত শাহর, বিএসএফের। আর সেই ব‌্যর্থতাকে আড়াল করতে মানুষের মধ্যে বিভাজন করার চেষ্টা হচ্ছে।’’

বিহারে এসআইআর নিয়েও এদিন সরব হয়েছে সিপিআই(এমএল) লিবারেশন। বিহারে ভোটার তালিকায় এসআইআর আসলে ভোটবন্দি ও ভোটাধিকার হরণ বলেই মনে করছে লিবারেশন। ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) বা বিশেষ সংশোধন নিয়ে প্রতিবাদে সরব বিরোধীরা। বিধানসভা নির্বাচনের আগে বিহারে সবার আগে এই বিশেষ পদক্ষেপ শুরু করেছে কমিশন। কমিশন ভোটারদের কাছ থেকে যে নথি চাইছে, সেটাও বেশিরভাগ মানুষের কাছে নেই। বিহারের পর পশ্চিমবঙ্গেও এই এসআইআর হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দীপঙ্কর ভট্টাচার্য। তাঁর দাবি, ভোটবন্দি নয়, নো এসআইআর। আর এই বিষয়টি নিয়ে প্রতিবাদে ইন্ডিয়া জোটও এক হয়ে পথে নামবে বলে তিনি মনে করেন। এদিন সাংবাদিক বৈঠকে ছিলেন কার্তিক পাল, পার্থ ঘোষ, অভিজিৎ মজুমদার, বাসুদেব বসু প্রমুখ লিবারেশন নেতৃত্ব।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতন নিয়ে সরব সিপিআইএমএল লিবারেশন।
  • এর জন্য বিজেপির বিভাজন নীতিকে দায়ী করলেন সংগঠনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য।
Advertisement