shono
Advertisement
Dumdum Govt school

কলকাতার স্কুলে ছাত্রীর শ্লীলতাহানি! বুকে-গোপনাঙ্গে হাত প্রধান শিক্ষকের, দাবি পড়ুয়াদের, উত্তাল এলাকা

ছাত্রীদের অভিযোগ, "লোকটা এক নম্বরের ঠারকি, মেয়েবাজ। অনেক দিন ধরেই স্কুলে নোংরামি করছে।"
Published By: Paramita PaulPosted: 04:50 PM Mar 04, 2025Updated: 05:01 PM Mar 04, 2025

বিধান নস্কর, দমদম: সরকারি স্কুলে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ। কাঠগড়ায় স্কুলেরই প্রধান শিক্ষক। সোমবার ঘটনাটি ঘটেছে দমদম ভারতীয় বিদ্যামন্দির স্কুলে। এই ঘটনাকে কেন্দ্র করে আজ, মঙ্গলবার ওই স্কুলে তুমুল উত্তেজনা ছড়ায়। অভিভাবকরা বিক্ষোভ দেখায়। দমদম থানায় অভিযোগ দায়ের করেছে। ছাত্রীদের অভিযোগ, "লোকটা এক নম্বরের ঠারকি, মেয়েবাজ। অনেক দিন ধরেই স্কুলে নোংরামি করছে।"

Advertisement

ঘটনার সূত্রপাত সোমবার। অষ্টম শ্রেণির এক ছাত্রীকে নিজের ঘরে ডেকেছিল অভিযুক্ত প্রধান শিক্ষক শুভজিৎ ভট্টাচার্য। সেখানেই সে ওই পড়ুয়ার সঙ্গে আপত্তিকর আচরণ করে বলে দাবি। নির্যাতিতার কথায়, বুকের জামা ধরে টান মারে। গোপনাঙ্গে হাত দেয়। বাড়ি ফিরে পরিবারকে পুরো বিষয়টা জানায় সে। এরপরই স্কুলের অন্যান্য অভিভাবকরা জানতে পারেন।

এদিন সকাল থেকেই স্কুলে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। প্রধান শিক্ষকের গ্রেপ্তারির দাবি করেন। তাদের কথায়, এর আগেও হেডমাস্টার অনেক ছাত্রীর শ্লীলতাহানি করেছে। দমদম থানায় অভিযোগ দায়ের হয়। ছাত্রীদের দাবি, দীর্ঘদিন ধরে স্কুলে এই নোংরামি চলছিল। প্রতিবাদ করেও কোনও লাভ হয়নি। রোজই কোনও না কোনও ছাত্রীর গায়ে হাত দিত ওই শিক্ষক। এদিন স্কুলে তুলকালাম হলেও গরহাজির ছিল অভিযুক্ত প্রধান শিক্ষক। তদন্ত শুরু হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সরকারি স্কুলে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ। কাঠগড়ায় স্কুলেরই প্রধান শিক্ষক।
  • সোমবার ঘটনাটি ঘটেছে দমদম ভারতীয় বিদ্যামন্দির স্কুলে।
  • এই ঘটনাকে কেন্দ্র করে আজ, মঙ্গলবার ওই স্কুলে তুমুল উত্তেজনা ছড়ায়।
Advertisement